পহেলা ফেব্রুয়ারি সংগীতশিল্পী কবির সুমনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হিন্দুস্থান টাইমসের খবরে, এদিন ‘দিদি’কে দেখেই বেশ চাঙা ভাব ফিরে আসে গায়কের। সিসিইউ’র বেডে শুয়েই মুখ্যমন্ত্রীর সাথে খানিক্ষণ আলাপ করেন গায়ক।
গায়কের স্বাস্থ্য নিয়ে আপটেড দিয়েছেন খোদ মমতা। হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমকে আশ্বস্ত করে তিনি জানান, “আগের চেয়ে ভালো আছেন কবির সুমন। কথা বলেছেন। বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে আছেন তিনি। কিন্তু ডাক্তারদের পরামর্শ আরও ১০ দিন থাকতে হবে সুমনকে। সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর বাড়ি যেতে পারবেন।”
মুখ্যমন্ত্রী আরও জানান, “আমার কাছে কিটক্যাট চকোলেট খাওয়ার আবদার করেছেন তিনি। নিরাশ করিনি, তবে সুমনের ডায়াবেটিস থাকায় চকোলেটের অংশ ফেলে শুধু বিস্কুট খাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা।”
উল্লেখ্য, ২৯ জানুয়ারি থেকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কবির সুমন। বুকে সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সিসিইউ-তে রাখা হয় তাকে। এখনও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন কবির সুমন।