বলিউডের কোরিওগ্রাফার- পরিচালক ফারাহ খানকে সকলেই চেনেন হাসিখুশি মানুষ হিসেবে। তিনি যখনই মঞ্চে উপস্থিত হন সব সময়ই হাস্যরসে সকলকে বিমোহিত করেন।
তবে এই হাসির আড়ালে লুকিয়ে আছে একজন কড়া মায়ের মুখও।
কমেডিয়ান হিসেবে খ্যাত ভারতী ও হর্ষের একটি অনস্ক্রিন আড্ডায় ফারাহ খানকে ভারতী প্রশ্ন করেন বাচ্চাদের নিয়ে ছুটি কাটানো নিয়ে। ভারতী জানতে চান, তিন বাচ্চাকে ইকোনমি সিট দিয়ে কেন নিজে বিজনেজ ক্লাসে ভ্রমণ করেন ফারাহ।
ফারাহ অকপটে জানান, ‘বাচ্চাদের এখন থেকেই বিগড়ে দিতে চাই না। আমি বিজনেজ ক্লাসে ভ্রমণ করি- কারণ আমি সেটা অর্জন করেছি। খেটেছি। তারা প্লেনে উড়তে পারে, কারণ তাদের বাবা-মা পরিশ্রম করছেন। এখানে তাদের কোনও অর্জন নেই। বরং এখন বেশি পেলে চাহিদা আরও বাড়বে যা আমাদের জন্য খারাপ কোনও মোড়ও আনতে পারে।’
তিন সন্তানকে বাস্তবতা শেখানোর জন্য ফারাহ প্রয়োজনের ব্যতিত কোন সুযোগ-সুবিধা দেন না বলেও জানান ফারাহ খান।