আজ, ১৬ জানুয়ারি দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে দরদ’র একটি পোস্টার শেয়ার করে ছবি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। আজ থেকে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘দরদ’!
১৫ জানুয়ারি রাতে সিনেমার ট্রেইলার শেয়ার করে ক্যাপশনে আইস্ক্রিন লেখেন, ‘অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ১৬ জানুয়ারি!! আগামীকালই আইস্ক্রিন-এ আসছে ’দরদ’ !! Are You Ready?🔥’
অনন্য মামুনের পরিচালনায় ও বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার ‘দরদ’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল বছরের ১৫ নভেম্বর। ছবিতে দুলু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান আর ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহানকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। শাকিব ও সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেকসহ অনেকে।