দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে পাড়ি দেয়ার পর আগামী ৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে নির্মাতা সুমন ঘোষ পরিচালিত ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’ তথ্যচিত্রটি।
২০২১ সালে অভিনেত্রী অপর্না সেনের সাথে সাক্ষাৎকারের পর নির্মাতা সুমন সিদ্ধান্ত নেন ‘রিনাদি’কে নিয়ে তথ্যচিত্র তৈরি করবেন। আর যেই ভাবা সেই কাজ।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে হঠাৎ একটি তথ্যচিত্রকে চলচ্চিত্র উৎসবের পর ওটিটি প্ল্যাটফর্মে বাদ দিয়ে বড়পর্দায় মুক্তি দেওয়ার কারণ প্রসঙ্গে সুমন ঘোষ জানান, ‘তথ্যচিত্র দেখার ক্ষেত্রে সীমিত হলেও দর্শক রয়েছেন। তাছাড়া অপর্ণা সেনের মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে তৈরি তথ্যচিত্র। ছবিটা দেখলেই বোঝা যাবে, এটা খুবই সিনেম্যাটিক। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিজে দেখার পর মনে হয়, এ রকম একটা তথ্যচিত্র বড় পর্দায় মুক্তি পাওয়াই যুক্তিযুক্ত।’
অপর্ণা সেনকে নিয়ে তথ্যচিত্র তৈরির সিদ্ধান্ত কেন’র উত্তরে নির্মাতা বলেন, ‘একজন অভিনেত্রী, পরিচালক, সাংবাদিক, সমাজকর্মী হিসেবে রিনাদির অনেকগুলো সত্তা রয়েছে। তিনি তো আক্ষরিক অর্থেই একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আমার কাছে তো তিনি একজন ‘রেনেসাঁস উওম্যান’। তার জীবনকে তথ্যচিত্রে ধরে রাখার লোভ সামলাতে পারিনি।’
এর পর নির্মাতা সুমন একটু হেসে বলেন, ‘রিনাদি আমার আগের একটা কাজ, অমর্ত্য সেনকে নিয়ে তৈরি আমার তথ্যচিত্রটা দেখেছিলেন। সেই সাহসেই আমি আমেরিকা থেকে শুধু একটা মেসেজ করে তাকে আমার ইচ্ছেটা জানাই। তিনিও বিশেষ একটা উচ্ছ্বাসিত না হয়ে লিখে পাঠান, ‘ওহ্, আচ্ছা’।’
উল্লেখ্য, ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’ তথ্যচিত্রে বিভিন্ন কাজের মধ্য দিয়ে ব্যক্তি অপর্না সেনকে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। এই তথ্যচিত্রে অভিনেত্রীকে নিয়ে কথা বলেছেন শাবানা আজমি, কঙ্কনা সেনশর্মা, রাহুল বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত প্রমুখ। এ ছাড়াও রয়েছে অপর্ণা অভিনীত এবং পরিচালিত একাধিক গুরুত্বপূর্ণ ছবির ক্লিপিংস। পরিচালকের আশা, ছুটির মৌসুমে নতুন বছরের শুরুতে এই তথ্যচিত্র প্রেক্ষাগৃহে তার কাক্সিক্ষত দর্শক খুঁজে নেবে।