ভারতীয় বক্স অফিসে ব্লকবাস্টার হিট সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ এবার আসছে অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওতে।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে, আগামী ২২ আগস্ট থেকে ‘কল্কি’র হিন্দি সংস্করণ নেটফ্লিক্সে ও অন্য ভাষার সংস্করণ দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে ছবি মুক্তির কথা প্রকাশ করে লেখে, ‘যুগের সবচেয়ে বড় ব্লকবাস্টার আসতে চলেছে নেটফ্লিক্সে। ২২শে আগস্ট দেখুন ‘কল্কি ২৮৯৮ এডি’ এর হিন্দি সংস্করণ।‘
অ্যামাজন প্রাইম ভিডিও ঘোষণা করেছে, আগামী ২২ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওতে আসছে ‘কল্কি ২৮৯৮ এডি’। পরে ছবিটির তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় ডাব করা সংস্করণ এবং তার আসল তেলেগু ভাষায় এই প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে।’
প্রসঙ্গত, তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন প্রমুখ। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে। এটিই চলতি বছরের প্রথম সিনেমা, যা ৫০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করে।