চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেতা শাকিব খান কর্তৃক চুক্তিভঙ্গের অভিযোগে এসএমসি এন্টারপ্রাইজকে পাঠানো হয় আইনি নোটিশ। তবে অবশেষে অভিনেতার সাথে আইনি জটিলতা মিটলো কোম্পানিটির।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও শাকিবের বিজ্ঞাপন প্রচার করায় এসএমসি এন্টারপ্রাইজের এমডি আব্দুল হক ও জিএম খন্দকার শামীম রহমানকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেতা। এসএমসির কাছে চার কোটি টাকা দাবিও করা হয় সেই নোটিশে। শাকিবের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠান ব্যারিস্টার ওলোরা আফরিন।
আইনি নোটিশ পাঠানোর পর ২৯ অক্টোবর শাকিবের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে আবারও দেখা যায় পণ্যটির প্রচারণামূলক পোস্ট। এই বিষয়ে অভিনেতার আইনজীবী ওলোরা জানান, “গত ১১ অক্টোবর এসএমসির সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। নতুন করে চুক্তিও হয়েছে। সে কারণে আবার পণ্যটির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন শাকিব খান।”
অর্থাৎ, এসএমসির সাথে আইনি জটিলতা মিটমাট হয়ে নতুন চুক্তি হয়েছে ‘প্রিয়তমা’ খ্যাত অভিনেতার।
উল্লেখ্য যে, ২০১৯ সালের মার্চ মাসে ‘এসএমসি ওরস্যালাইন-এন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন শাকিব। এরপর ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তার সাথে চুক্তি ছিল এসএমসির। এই মেয়াদ শেষ হওয়ার পরই দেখা দেয় আইনি সমস্যা।