দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় নাম লিখলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগেও তিনি কয়েকবার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজনীতিতে যোগ দেওয়ার। এমনকি সংরক্ষিত নারী আসন দিয়ে যাত্রা শুরু করতে চাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এবার তার সেই ইচ্ছারই বহিঃপ্রকাশ হলো মনোনয়ন ফরম কেনার মাধ্যমে।
৬ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে অপু মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র কেনার পর চিত্রনায়িকা কথা বলেছেন সাংবাদিকদের সাথে। অপু বলেন, ‘আমি যেহেতু একজন অভিনেত্রী, আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। আমি বরাবরই নারীদের উন্নয়ন করতে চাই। সেই জায়গা থেকেই যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি মানুষের জন্য কাজ করবো।’ অপু যেন তার লক্ষ্য পূরণ করতে পারেন সেজন্য সকলের আশীর্বাদ চেয়েছেন তিনি।
এর আগে অপু সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশের সময় তিনি বলেছিলেন, ‘মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’
অপু বিশ্বাস ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন অভিনেত্রী শাহনূর ও সোহানা সাবা। তারকাদের মাঝ থেকে আরও কয়েকটি নাম এই তালিকায় যুক্ত হতে পারে বলে জানা গেছে।