চলতি বছর সাফল্য আর প্রশংসায় পরিপূর্ণ জয়া আহসান। পূজায় মুক্তি প্রাপ্ত তার ‘দশম অবতার’ নাম লিখিয়েছে হিট সিনেমায়। ‘বিউটি সার্কাস’-এর জন্য পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরই মধ্যে যুক্ত হল আরও একটি প্রাপ্তি। ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট ফিচার ফিল্ম’ পুরস্কারের খ্যাতি জিতলেন জয়া অভিনীত ‘নকশিকাঁথার জমিন’।
চলতি বছরের ২৬ অক্টোবর শুরু হওয়া উৎসবে, প্রায় ৭০০ চলচ্চিত্র থেকে বাছাই করে ‘নকশিকাঁথার জমিন’সহ আটটি চলচ্চিত্র মনোনীত হয় শ্রেষ্ঠ কাহিনিচিত্রের প্রতিযোগিতা বিভাগে। ২৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টায় দেখানো হয় ‘নকশিকাঁথার জমিন’। ২৯ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটিকে শ্রেষ্ঠ কাহিনিচিত্রের পুরস্কার প্রদান করা হয়।
সিনেমার নির্মাতা আকরাম খান বলেন, ‘স্বাধীনধারার শিল্পসম্মত চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এ উৎসবে পুরস্কার পাওয়ায় আমি খুবই অনুপ্রাণিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রের আন্তর্জাতিক মহলের স্বীকৃতি আমাদের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাসেরই স্বীকৃতি।’