ভারতের সরকারি প্রতিষ্ঠান ‘কর্ণাটক চলচ্চিত্র একাডেমি’ আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল জুরি বা বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন।
আট দিন ব্যাপী এই উৎসব চলবে ২৯ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত। যেখানে জুরি প্রধান হিসেবে বাঁধন ও তার জুরিবোর্ড উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা চলচ্চিত্রগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন।
বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী জানিয়েছেন, ‘বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যাল সরকারিভাবে আয়োজিত হচ্ছে আর সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, এটা অনেক সম্মানের। নতুন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাব। অনেক নতুন মানুষের সাথে দেখা হবে, বিভিন্ন দেশের সিনেমা সম্পর্কে জানব। এটা ভীষণ আনন্দের ব্যাপার। আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, জুরি হিসেবে দায়িত্ব পালন করার।’
চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ২৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড়াল দেবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২৩ সালে ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাঁধন।