গেল জুলাই থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সামলে একটু একটু করে চাঙা হয়ে উঠছে ঢালিউড। যদিও সিনেমাহল মুখী হয়নি তবে ওটিটি প্ল্যাটফর্ম গুলো দেখছে আশার আলো। গেল সপ্তাহ বেশকিছু ছবি এবং নাটক মুক্তি পেয়েছে দেশের বিভিন্ন ওটিটি প্লাটফর্মে।
হ্যালোউন উৎসবে শাবনূর – সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি
ছেলেকে নিয়ে হ্যালোউন উৎসবে শাবনূরের চমক হ্যালোউন উৎসবে শাবনূর এর নতুন লুক ও সাজসজ্জা সামাজিক মাধ্যমে ভাইরাল…