প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ দুই মাস পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদার পরিচালিত ও অভিনীত ‘শরতের জবা’ সিনেমাটি।
আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ‘শরতের জবা’। প্লাটফর্ম থেকে জানানো হয়, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে। ২ ডিসেম্বর চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন কুসুম সিকদার।
নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।
‘শরতের জবা’ সিনেমার শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজসহ সবকিছুতে এই পুরো সময়ে পরিবারের সহায়তা পেয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুসুম সিকদার।
উল্লেখ্য, ২০০২ সালে ‘লাক্স আনন্দধারা মিস ফটোজনিক’ প্রতিযোগিতা দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয় কুসুম সিকদারের। সেই থেকে আজ পর্যন্ত এই অঙ্গনে তিনি যুক্ত আছেন। মডেলিং ও অভিনয় ছাড়া কুসুম সিকদারকে গানেও পাওয়া গেছে। সর্বশেষ তার গাওয়া ‘নেশা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে।