ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) সভাপতি নির্বাচিত হয়েছেন বরেণ্য চলচ্চিত্রকার, স্থপতি ও দেশের অন্যতম জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের।
শনিবার, ১২ জুলাই, ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহ-সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শৈবাল চৌধূরীর সভাপতিত্বে এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এফএফএসবির কার্যনির্বাহী কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি ও জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী লাইলুন নাহার স্বেমি গত ১২ ফেব্রুয়ারি প্রয়াত হন।
এফএফএসবির সভাপতির দায়িত্ব পালনরত অবস্থায় স্থপতি লাইলুন নাহার স্বেমির প্রয়াণের ৫ মাস পর দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নেতৃত্বদানের জন্য এফএফএসবির এই নির্বাচনের আয়োজন করা হয়।
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’- এর যৌথ নির্মাতাদের একজন মসিহউদ্দিন শাকের। তিনি ছাত্রজীবন থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন। গত শতাব্দীর ষাটের দশক থেকে তিনি চলচ্চিত্র সংসদ সংগঠক, চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্র বিষয়ক সংকলন সম্পাদনা, আলোচনা, প্রবন্ধ উপস্থাপনাসহ চলচ্চিত্রিক সকল বুদ্ধিবৃত্তিক তৎপরতায় ব্যপ্ত ছিলেন।
এফএফএসবির নবনির্বাচিত সভাপতির দায়িত্বগ্রহণের আগপর্যন্ত তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।
বাংলাদেশের চলচ্চিত্র সংসদগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। এটি ১৯৭৩ সালের ২৪ অক্টোবর ঢাকায় প্রতিষ্ঠিত হয়।