স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের আধুনিকতম চলচ্চিত্র হল। অত্যাধুনিক সুবিধা সংবলিত হল, দর্শকপ্রিয় সিনেমাগুলোর দিনব্যাপী ৫টি শো সিনেপ্লেক্সকে করেছে বিশেষভাবে প্রিয়।
আসন্ন সপ্তাহ দর্শকদের জন্য হতে চলেছে আরও দুর্দান্ত। ‘ডানকি’, ‘হুব্বা’, ‘ঘোস্টেট’, ‘কাগজের বউ’, ‘শেষবাজি’, ‘অ্যানিমেল’ থেকে ‘অ্যাকুয়াম্যান’। মিরপুর, বসুন্ধরা, সীমান্ত সম্ভার, এসকেএসের সিনেপ্লেক্স আউটলেটে ১টি সকাল, ২টি ম্যাটিনী শো ও সন্ধ্যার ২টি শো-তে দর্শক দেখতে পাবেন সিনেমাগুলো।
সিনেমার টিকিটগুলো পাওয়া যাচ্ছে সিনেপ্লেক্স টিকিট কাউন্টার ও ওয়েবসাইটে।