সম্প্রতি মেহজাবীন চৌধুরীকে চমকে দিলেন ফয়েজ আহমেদ নামের এক ক্ষুদে ভক্ত। কিভাবে? সেও এক মজার ঘটনা।
প্রিয় মালতীর প্রমোশনে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন সিনেমাটির টিম এবং মেহজাবীন। তারা পৌঁছে যান রাফসান শাবাবের শো ‘হোয়াট আ শো’র একটি এপিসোডে। সেখানে গেজ দ্যা স্টার অংশেই চমকটা তৈরি ছিল মেহজাবীনের জন্য। এই অংশের আগেই মেহজাবীন চৌধুরী তার জেদ্তার রেড কার্পেটে হাটার অনুভূতি নিয়ে আলাপ করছিলেন। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের এই আয়োজনে প্রিয় মালতী নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত, মেহজাবীনসহ অন্যান্যরা। সেখানে মেহজাবীনের সাথে দেখা হয় অনেকের সাথেই, যাদের মাঝে রনবীর কাপুরের সাথে তার সেলফি নিয়ে বাংলাদেশের ভক্তরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন।
হোয়াট আ শোতে শঙ্খ দাশগুপ্তের সাথে অতিথি হয়ে এসে মেহজাবীন তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি রনবীরের বেশ বড় ভক্ত। তিনি একটি সেলফির কথা বলতেই রনবীর নিজে ফোন হাতে নিয়ে সেলফি তোলেন। কারণ রনবীর তার থেকে লম্বা।
এর পরেই গেজ দ্যা স্টার অংশে রনবীরের ছবি আসে। যেখানে ফয়েজ আহমেদ নামের ক্ষুদে দর্শক ‘ক্লু’ দেন, পেছনের তারকা মেহজাবীনের থেকে লম্বা। তাতেই পুরো হল তালিতে ফেটে পড়েন। উপস্থাপক বুঝতে পারেন কি বলছেন সেই ভক্ত। ক্ষাণিক বাদে মেহজাবীনও বোঝেন যে তার আগের ্কথার সুত্র ধরেই ক্লু দেওয়া। এবং ঐ পয়েন্ট তিনি পান। তবে উপস্থিত আরেক অতিথি শঙ্খ দাশগুপ্ত বিষয়টা ধরতেও পারেননি।
উপস্থাপক রাফসান এটি তার শোয়ের সেরা ক্লু হিসেবে ঘোষণা করেন। আর মেহজাবীন হেসে বলেন, ’এই পিচ্চি… টু গুড..’।