Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

ঈদে মুক্তির জন্য প্রস্তুত বুবলী অভিনীত ‘পিনিক’  

গত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হয় আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার। তখন জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জাহিদ জুয়েল। সহপ্রযোজক হিসেবে আছেন অভিনেতা শিমুল খান।

পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ হলেও সম্পাদনার কাজ শেষ না হওয়ায় রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থেকে সরে এসেছিল পিনিক টিম। নির্মাতা জাহিদ জুয়েল বলেন, ‘আমাদের সিনেমায় বেশ কিছু ভিএফএক্সের কাজ আছে। বিশেষ করে পানির নিচের কিছু দৃশ্য। সেগুলো নিখুঁতভাবে করতে চেয়েছি। ঈদের আগে শেষ করতে গেলে অনেক তাড়াহুড়ো করে শেষ করতে হতো। এতে কাজের মান ভালো রাখা সম্ভব হতো না। এ ছাড়া মিউজিক নিয়ে আরও কাজ করতে চেয়েছি। সব মিলিয়ে দর্শকদের যে সিনেমাটি দেখাতে চাই, সেটার জন্য আরও সময়ের প্রয়োজন ছিল। তাই রোজার ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি’।

রোজার ঈদে সম্ভব হয়নি তবে কোরবানির ঈদে মুক্তির জন্য পিনিক প্রস্তুত  বলে জানিয়েছেন নির্মাতা। আগামী মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটি জমা দেওয়া হবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। মে মাসের প্রথম সপ্তাহে প্রি-টিজার প্রকাশের মাধ্যমে শুরু হবে প্রমোশন। পর্যায়ক্রমে মুক্তি পাবে টিজার, পোস্টার, গান, ট্রেলার। জাহিদ জুয়েল বলেন, ‘সিনেমার প্রচার নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। প্রি-টিজার রিলিজ পেলে সেই আঁচ পাবে দর্শক। প্রি-টিজার রিলিজের সময় আমরা টিজার প্রকাশের সময়সূচি জানিয়ে দেব। এরপর করা হবে ট্রেলার লঞ্চিং। দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে’।

নির্মাতা জাহিদ জুয়েল

কোরবানির ঈদে আদর আজাদ অভিনীত ‘টগর’ নামের আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

আদর-বুবলী ছাড়াও পিনিক সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, কেয়া, বিন্দু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মমতাজের স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত

সাবেক সাংসদ ও শিল্পী মমতাজ বেগম সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলছে…
মমতাজের স্থাবর সম্পত্তি

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

সামীরাসহ ১১ জনের সম্পদ জব্দের আবেদন নথিভুক্ত সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও…
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

সাদনিমা নজরে পড়ার মতো কিছু করতে পারেননি

সাদনিমা বিনতে নোমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর এসিআই এরোসল-এর একটি বিজ্ঞাপন দিয়ে পর্দায় আসে ছোট্ট একটি মেয়ে।…
নজরে পড়ার মতো কিছু
0
Share