২০২৫ সালের অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর সহ-নির্মাতা হামদান বল্লালকে সম্প্রতি ইসরায়েলি সেনারা আটক করেছিল। ২৪ মার্চ, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সুসিয়া গ্রামে সশস্ত্র বসতি স্থাপনকারী দখলদাররা হামদানকে আক্রমণ করে এবং পরে তাকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। তবে, আটকের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে মুক্তি দেওয়া হয়।
২৫শে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের পোস্টে ওই তথ্যচিত্রের আরেক সহপরিচালক জুবাল আব্রাহাম জানান, “হামদান বল্লালকে সারা রাত হাতকড়া পরিয়ে সামরিক ঘাঁটিতে নির্যাতন করা হয়। এরপর তাকে মুক্তি দেওয়া হয়েছে, এবং তিনি তার পরিবারের কাছে ফিরে যাবেন।”
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তাদের সাংবাদিকরা বল্লালসহ আরও দুই ফিলিস্তিনিকে পশ্চিম তীরের কিরিয়াত আরবাতের পুলিশ স্টেশন থেকে মুক্তি পেতে দেখেছেন। মুক্তির পর, বল্লাল এপিকে জানান, তাকে এক সেনাঘাঁটিতে আটকে রাখা হয়েছিল এবং সেখানে একটি বরফশীতল এসির নিচে ঘুমাতে বাধ্য করা হয়। তিনি বলেন, “২৪ ঘণ্টা আমার চোখ বাঁধা ছিল এবং সারা রাত ঠাণ্ডায় কাঁপছিলাম। আমাকে একটি ঘরে রাখা হয়েছিল, যেখানে আমি কিছুই দেখতে পারছিলাম না। সেনাদের হাসাহাসি শুনতে পেয়েছি।”
বল্লালসহ ওই তিন ব্যক্তির আইনজীবী লিয়া সেমেল জানান, তাদের আক্রমণের পর সামান্য চিকিৎসাসেবা দেওয়া হয়। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরে আইনজীবীকে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। সেমেল আরও জানান, তাদের বিরুদ্ধে এক তরুণ বসতি স্থাপনকারীর ওপর পাথর ছোঁড়ার অভিযোগ আনা হয়েছিল, যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
চলতি বছরের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় ‘নো আদার ল্যান্ড’। এই তথ্যচিত্রে পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র তুলে ধরা হয়েছে, যা ফিলিস্তিনিদের জীবনযাত্রার ওপর ইসরায়েলি দখলের প্রভাবকে প্রকাশ করে।