ভারতীয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ সিজন ফোরের বিজয়ী হয়েছেন স্টিভ জিরওয়া।
জয়ের পর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে স্টিভ জানিয়েছেন, ‘যখন আমি আমার হাতে ট্রফি তুলে নেওয়ার কথা ভাবি, গায়ে কাঁটা দেয়। এটা আমার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত ফল দেয়। আর কথাতেই তো আছে, ধৈর্যের ফল মিষ্টি। আমি মনে করি যে এটি বড় হওয়ার সময় আমাকে যেসব সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তার ফল। আমি আমার কঠোর পরিশ্রমকে বৃথা যেতে দিইনি।’
কৃতজ্ঞতা প্রকাশ করে স্টিভ আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এ মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম। এই জয়ের আনন্দ হয়তো ভাষায় প্রকাশ করতে পারব না। আমার এই পুরস্কার আমি আমার মা ও দাদির হাতে তুলে দেব।’
ছোটবেলার স্মৃতিচারণ করে স্টিভ বলেন, ‘যে ছেলে নিজের পায়ে চলতে পারত না, সে ফুটওয়ার্কের জন্য বিখ্যাত হয়ে গেছে। ছোটবেলায় আমি হাঁটতে পারতাম না, নিজেও মাঝেমধ্যে বিশ্বাস করতে পারি না। আমার দাদি আর মা আমাকে সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। তাদের শক্তি ও উৎসর্গের কারণেই আমি আজ হাঁটতে ও নাচতে পারি।’
উল্লেখ্য, ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ সিজন ফোরের চূড়ান্ত প্রতিযোগীরা ছিলেন হার্ষ কেশরী, নেক্সশন, নেপো, আকাঙ্ক্ষা মিশ্র ওরফে আকিনা ও আদিত্য মাল্য। আর এবারের আসরে বিচারকের দায়িত্বে ছিলেন কারিশমা কাপুর, গীতা কাপুর ও ট্যারেন্স লুইস।