Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৯, ২০২৫

আসছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা  

‘পুষ্পা’ সিনেমা খ্যাত দক্ষিণের তারকা আল্লু অর্জুন এবার আসছেন ৮০০ কোটি রুপির সিনেমা প্রজেক্ট নিয়ে যা ভারতীয় সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা। আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার জুটি হয়ে এই সিনেমা নিয়ে আসছেন। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা বলছে, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করতে প্রস্তুত।  

 আনুমানিক ৮০০ কোটি রুপির প্রকল্পটির নির্মাণ ব্যয় ২০০ কোটি রুপি ধরা হয়েছে ও ২৫০ কোটি রুপির ভিএফএক্সের ওপর ভিত্তি করে ক্যানভাস তৈরি করা হবে। ৮০০ কোটি বাজেট এর এই সিনেমায় অ্যাটলি নিজে নিচ্ছেন ১০০ কোটি রুপী। তাহলে আল্লু কত নিচ্ছেন?  সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘এই সিনেমার পারিশ্রমিক বাবদ আল্লু অর্জুনকে প্রায় ১৭৫ কোটি রুপি দেওয়া হচ্ছে। প্রযোজনা জায়ান্ট সান পিকচার্স এই প্রকল্পের লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বের চুক্তিতে রয়েছে।’

সূত্রটি আরও বলেছে, ‘সিনেমার নির্মাতা এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান এবং একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার করতে সব ধরনের চেষ্টা করবেন।’

সান পিকচার্স এক ঘোষণামূলক ভিডিও শেয়ার করে সিনেমাটির বিষয়ে কিছুটা ধারণা দেন। যেখানে কলানিথি মারান, আল্লু ও অ্যাটলিকে একসঙ্গে দেখা যায়। এরপর তাদের দেখা যায় সোজা লস অ্যাঞ্জেলেসে পা রাখতে– হলিউডের প্রথম সারির এক ভিএফএক্স সংস্থার টিমের সঙ্গে এই ছবি নিয়ে জোর আলোচনা করতেও দেখা যায় তাদের। সেখানেই আল্লু অর্জুনকে দেখা যায় একের পর এক মাস্ক ও গিয়ার ট্রাই করতে, নিজের ব্যক্তিত্বের ৩-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরোক্ষ করতে দেখা যায় তাকে।

‘হলিউড টিম’, ‘আয়রন ম্যান ২’ এবং ‘ট্রান্সফর্মাস: রাইজ অব দ্য বিটস’-এর ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগান ও স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের এই সিনেমার গল্প শুনে চমকে গিয়েছেন। এখন অপেক্ষা এতো বড় বাজেটের সিনেমা কতটুকু সাফল্য এনে দিতে পারে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘সুচিত্রা সেন’ এর চরিত্রে অভিনেত্রী পায়েল

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন টালীউড অভিনেত্রী পায়েল সরকার। সিনেমায়…

বিয়ে করতে নিষেধ করলেন অভিনেত্রী বিবৃতির মা  

মঙ্গলবার ৮ মার্চ, মায়ের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি…

কানে প্রিমিয়ার হচ্ছে টম ক্রুজের মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিংয়ের

আনুষ্ঠানিকভাবে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে টম ক্রুজের “মিশন: ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং”। আগামী ১৪ মে…
0
Share