আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দীর্ঘ ৬ বছর পর প্রকাশ্যে আসছে তার প্রথম অপ্রকাশিত গান ‘ইনবক্স’।
নিয়াজ আহমেদ অংশুর কথায় ‘ইনবক্স’ গানটির সুর, সংগীত আয়োজন ও কণ্ঠ দিয়েছিলেন আইয়ুব বাচ্চু নিজেই। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষ্যে আগামী ১ ডিসেম্বর সেই গান মুক্তি পাচ্ছে এলআরবি’র শ্রোতা-ভক্তদের জন্য।
এ প্রসঙ্গে এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ গণমাধ্যমে বলেন,‘বস (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো এ বছর জানুয়ারি থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিশেষ কারণে তা হয়নি। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষ্যে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি বাকি গানগুলো একে একে প্রকাশ করতে পারব। এ ক্ষেত্রে কেউ যদি বসের গানের সঙ্গে থাকতে চায়, স্পনসরশিপ দিয়ে সহযোগিতা করতে চায়, আমরা স্বাগত জানাব।’
এলআরবি ব্যান্ডের কী অবস্থা জানতে চাইলে মাসুদ বলেন, ‘বসের মৃত্যুর পরে ব্যান্ডের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আসলে শিল্পী আইয়ুব বাচ্চু এলআরবিকে এমন একটা স্ট্যান্ডার্ডে রেখে গেছেন, যেখানে তাকে ছাড়িয়ে এগিয়ে যাওয়াটা কঠিন। তাই লাইভ প্রোগ্রামও করা যায়নি। আমরা এখন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন নিয়ে কাজ করছি।’
উল্লেখ্য, ১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড গড়েন আইয়ুব বাচ্চু। নাম দিয়েছিলেন লিটল রিভার ব্যান্ড। এই ব্যান্ডই পরে লাভ রান্স ব্লাইন্ড বা এলআরবি নামে পরিচিতি লাভ করে। ২০১৮ সালের ১৮ অক্টোবর, মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি দলের প্রধান।