জোয়া আখতারের সিনেমা ‘দ্যা আর্চিস’ নানা কারণেই আলোচনায়। সমালোচনা চলছে কলাকুশলিদের অভিনয় নিয়ে। আবার প্রেমের গল্পও ছড়িয়ে পড়ছে চারদিকে।
এবার বি টাউনের খবর হল- প্রেম করছেন খুশি কাপুর এবং ভেদাং রায়না।
শ্রীদেবী- বনি কাপুর কন্যারা তথা জাহ্নবি কাপুর ও খুশি বছরের শুরুতে ‘কফি উইথ করণ’ শোয়ের প্রোমো দিয়েই এসেছেন আলোচনায়।
সেখানেই দেখা গেল করণ জোহরের এক প্রশ্নের উত্তরে ভেদাং রায়নার সাথে ডেট করার বিষয়টি হ্যাঁ বা না কিছুই না বলে এড়িয়ে যান খুশি। আর তাতেই বলিউডের জোর গুজব- এবার নির্ঘাৎ প্রেম করছেন এই দুই ‘আর্চি’।
কী বলেছিলেন তাহলে খুশি করণের প্রশ্নে উত্তরে? খুশি বলেন. ‘উই আর জাস্ট ফ্রেন্ডস- একেবারে অম শান্তি অম সিনেমার সেই সিগনেচার সংলাপের মতন!’