আবারো স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানার স্ত্রী নির্মাতা তাহিরা কশ্যপ। ২০১৮ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। এতোদিন ভালো থাকার পরে আজ ৭ এপ্রিল ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্যানসার ফিরে আসার কথা জানিয়েছেন তাহিরা।
ইনস্টাগ্রামের পোস্টে তাহিরা লিখেছেন, ‘সাত বছর ধরে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। এবার পরীক্ষার পর দ্বিতীয়বারের মতো ক্যানসারের অস্তিত্ব পেয়েছি’।
ভক্তরা তাহিরার পোস্টের পর তার জন্য প্রার্থনা করেছেন। একজন লিখেছেন, ‘ঈশ্বর তার নিজের সন্তানদের নানা চ্যালেঞ্জের মুখে ফেলেন, আমরা এটা কাটিয়ে উঠব’।
আরেকজন অনুসারী লিখেছেন, ‘শক্ত থাকুন। আগেরবারের মতো এবারের যুদ্ধেও আপনি জিতবেন’।
২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তাহিরা। কেমোথেরাপি চলার সময় ন্যাড়া মাথার ছবি দিয়ে সে কথা নিজেই অনুসারীদের জানিয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন সময়ে ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাহিরা।
সম্প্রতি বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্যানসার আসলে আপনার মানসিক শক্তি, সামর্থ্য আর বিশ্বাসের পরীক্ষা নেয়। দ্রুত ধরা পড়লে ভালোভাবে সেরে ওঠা যায়। সরকারের পক্ষ থেকে নানা ধরনের সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা অনেকের উপকারে আসবে’।
তাহিরা কশ্যপ ‘শর্মাজি কী বেটি’ দিয়ে পরিচালনায় অভিষেক করেন। গত বছর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সিনেমাটি।