ভারতের আম্বানী পরিবারের কোনো অনুষ্ঠান মানেই বিশাল আয়োজন। এর মাঝে তা যদি হয় কোনো বিয়ের অনুষ্ঠান, বলিউডের জমজমাট অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোকেও পিছনে ফেলে সেই আয়োজন। সম্প্রতি এমনই এক আয়োজনের সাক্ষী হয়েছে ভারতসহ গোটা বিশ্ব। কেননা, ১ মার্চ থেকে তিনদিন ধরে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিত্ব মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল।
অনন্ত ও রাধিকা মার্চেন্টের রাজকীয় প্রাক-বিয়ের এই অনুষ্ঠানে ছিল তাক লাগানোর মত ভরপুর আয়োজন। যার কারণে ভারত তো বটেই, আন্তর্জাতিক সব পত্রিকার শিরোনাম হয়েছে জমকালো এই আয়োজন।
তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যালে যেখানে মিলনমেলা বসেছিল বলিউড কাঁপানো সব তারকাদের, এমনকি অতিথি তালিকায় যেখানে ছিলেন পপকুইন রিয়ানা থেকে শুরু করে বিজনেস টাইকুন বিল গেটস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পসহ বহু আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব, সেখানে দেশীয় কয়েকজন সুপারস্টার ছিলেন অনুপস্থিত। অনুষ্ঠানে হাজির হয়নি এমন বলিউড তারকাদের এই তালিকায় আছেন অভিনেতা হৃতিক রোশন, অভিনেত্রী আনুশকা শর্মা, প্রিয়াংকা চোপড়া ও কৃতি শ্যাননের মত বড় বড় অভিনয়শিল্পীরা।
কিন্তু কেন আম্বানি পরিবারের কোনো বিয়ের এমন জমকালো আয়োজনে অনুপস্থিত ছিলেন তারা?
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, লন্ডনে দ্বিতীয় সন্তান জন্মের পর এখনো ভারতে ফেরেননি বিরাট-আনুশকা দম্পতি। সদ্য জন্ম নেওয়া ‘অকায়’কে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। একারণেই তারা আম্বানির আয়োজনে উপস্থিত হতে পারেননি।
অপরদিকে, শারীরিক অসুস্থতা জনিত কারণে অনন্ত’র অনুষ্ঠানে অংশ নিতে পারেননি হৃতিক। কয়েকদিন আগেই ক্রাচ নিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি। পায়ের সেই সমস্যা থেকেই তার মিস করতে হলো এতো বড় অনুষ্ঠান।
এদিকে গেলো বছর নীতা মুকেশ আম্বানির কালচারাল সেন্টারের উদ্বোধনে স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেও অনন্ত’র বিয়ের আয়োজনে থাকতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদিও এবারের অনুষ্ঠানে অভিনেত্রীর না থাকার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রিয়াংকার মা মধু চোপড়াকে ঠিকই দেখা গেছে অতিথির আসনে।
তাছাড়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যাননকে অনুষ্ঠানে দেখা না যাওয়ার পিছনে কারণ হিসেবে জানা গেছে, সেই সময়ে কৃতি গুলমার্গে ভ্যাকেশনে ছিলেন তার বন্ধুবান্ধবদের সাথে।
কৃতি-প্রিয়াঙ্কা দের ভক্তরা তাদের এমন আয়োজনে মিস করলেও আম্বানি পরিবারের এই বিয়ের আয়োজন এখনও চর্চার শীর্ষে। সেই আয়োজন থেকে বিশেষ কিছু মুহূর্ত ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার নিউজফিডে, যা আনন্দের খোরাক জোগাচ্ছে নেটিজেনদের।
লেখা: রাহনামা হক