৩ জানুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান। ২০২৩ সালের নভেম্বর মাসে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারার পর নতুন বছরের শুরুতে বিয়ে করতে যাচ্ছেন তারা। কিন্তু ইরা-শিখরের বিয়ের মাঝে শিরোনামে আবারও জায়গা করে নিলেন অভিনেতা সালমান খান!
হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, আমির কন্যার বিবাহপূর্ব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সালমানের বাড়িতে। যার কারণে ২ জানুয়ারি সন্ধ্যায় আমির খান থেকে শুরু করে আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ইরার মা রিনা দত্ত সহ আরও অনেককেই হাজির হতে দেখা গেছে সালমানের বাড়িতে।
নিজে বিয়ে করেননি সালমান। তার সন্তানও নেই। অথচ বরাবরই বলিপাড়ার অন্যান্য তারকাদের সন্তানদের বাবার মতই ছায়াতলে রাখেন এই অভিনেতা। শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের আইনি জটিলতায় সাহায্য করা থেকে শুরু করে আমির খানের কন্যা ইরার বিয়ের আগে নিজ গৃহে অনুষ্ঠানের আয়োজন করার মত বিষয়গুলো দিয়ে সব সময়ই ভক্ত ও অনুরাগীদের প্রশংসা কুড়ান সালমান।
এদিকে, সালমান খানের বাসায় বিবাহপূর্ব অনুষ্ঠান ছাড়াও ইরার বিয়ে নিয়ে আরও একটি বিষয় ভক্তদের নজর কেড়েছে। তা হলো- ইরা ও শিখর চান না তাদের বিয়েতে কেউ উপহার নিয়ে আসুক। বিয়ের উপহার হিসেবে তারা চেয়েছেন কেবল শুভেচ্ছা ও আশীর্বাদ।
এনডিটিভি’র তথ্যানুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত অভিজাত পাঁচতারা হোটেল ‘তাজ ল্যান্ডস এন্ডে’ ইরা ও শিখরের বিয়ের অনুষ্ঠান হবে ৩ জানুয়ারি রাতে। এই অনুষ্ঠানের নিমন্ত্রিতের তালিকা দীর্ঘ নয়। বর-কনের পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ও ব্ন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।