Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

‘আমি পরীর যোগ্য’ বললেন সাদী

আদালতে পরীমনির জামিনদার হয়ে ব্যাপক পরিচিতি পান গায়ক শেখ সাদী। তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছেন। একই সাথে পরীমনির সাথে তার প্রেমের গুঞ্জনও উঠেছে নানামহলে। তবে দুজনেই তা অস্বীকার করেন। এবার সামাজিক মাধ্যমে ‘পরী’ সম্পর্কিত এক পোস্ট দিয়ে ফের আলোচনায় এসেছেন গায়ক সাদী।  

গতকাল ৯ ফেব্রুয়ারি রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি ফেসবুকে আপলোড করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যা বাংলা করলে অর্থ হয়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

একই ফটোতে পরিমনি ও সাদী | ছবি: পরিমনির ফেসবুক

সাদীর ওই পোস্টে নায়িকা পরীমনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ‘ওহ!’

এদিকে সাদীর এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখেছেন নানা মন্তব্য। একজন লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা রইল’। আরেকজন লিখেছেন, ‘বাঙালির সন্দেহ আজ অবধি কোনোটা ভুল হয়নি এটাও হবে না। একজন আরেকটু বাড়িয়ে লিখেছেন- ‘আগেই ধারণা করসিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!’ অন্যদিকে, দুদিন আগে পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, ‘মোগো বাড়ি বরিশাল! বোজ্জো মনু।’ গতকাল রবিবারও কয়েকটি পোস্ট দেন পরী মনি। এর মধ্যে  সর্বশেষ পোস্টে চাঁদের সঙ্গে তোলা একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন- ‘আমার চাঁদ’।

নেট দুনিয়ায় এই দুইজনকে নিয়ে এখন চলছে বেশ প্রেম প্রেম গুঞ্জন। তবে সাদী ও পরিমনির স্ট্যাটাস- পাল্টা স্ট্যাটাস নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। আর তাতেই যেন একটু একটু করে তুস মাড়ছেন পরি ও সাদী।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রেম করা ও বাংলাদেশের ক্রিকেট দেখেন না ফারিয়া   

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে বেশ অনিয়মিতই পর্দায়। কারণ বছরের শুরুতে একটি বেসরকারি…

হাওয়া’র মতো সিনেমায় কাজ করতে চান মাহি

বাংলা টিভি নাটকের অন্যতম জনপ্রিয় মুখ সামিরা মাহি। ‘গার্লস স্কোয়ার্ড’, ‘হাঙর’ এর মতো নাটকে অভিনয় করে বেশ সাড়া…
0
Share