১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো তোফাজ্জল হোসেনের মৃ’ত্যু প্রসঙ্গে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন জনপ্রিয় চিত্রনাট্যকার মানস পাল।
তোফাজ্জলের মৃত্যু প্রসঙ্গে সম্প্রতি অপরাধীর একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অভিযুক্ত অপরাধী জানান, মোবাইল চুরি হওয়ার আবেগে পিটিয়ে হত্যা করা হয়েছে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার চিত্রনাট্যকার মানস তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বউ দৌড়’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনেতা শামীম জামান ভাইয়ের মুখে একটা ডায়ালগ দিয়েছিলাম।’
মানস পাল আরও লেখেন, নাটকে তার মুদ্রাদোষ (ডায়ালগ) ছিল, ‘সবই আবেগের ব্যাপার স্যাপার! মনের মধ্য আবেগ একবার ডাউনলোড হইয়া গেলে তো কিছু করার নাই।’
এরপরই ক্ষোভ প্রকাশ করে মানস পাল লেখেন, বেশ জনপ্রিয় হয়েছিল ডায়ালগটা। এত দিন আবেগে অনেক কিছুই হয় জানতাম কিন্তু মানুষ হত্যাও করা যায়, জানতাম না। ছিঃ!’