নায়িকা সুচিত্রা সেনের স্মরণে আয়োজিত সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে ২২ ফেব্রুয়ারি ঢাকায় আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুরে আয়োজিত সম্মেলনে সহকর্মী ফেরদৌস, বাংলাদেশ ও অভিনেত্রী সুচিত্রা সেনকে নিয়েও কথা বলেন অভিনেত্রী।
সংবাদ সম্মেলনের পুরোটা সময় ঋতুপর্ণার সাথে ছিলেন অভিনেতা ও বাংলাদেশ সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। নিজের দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী ফেরদৌস সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার ভীষণ ভালো লাগছে যে আমি এমন একটা সময় ঢাকায় আসলাম যখন আমি আমার প্রিয় বন্ধুকে পেলাম সংসদ সদস্য হিসেবে। আশা করি ও মানুষের জন্য অনেক ভালো কিছু করবে। বাংলাদেশবাসীকে একটাই কথা বলবো যে ফেরদৌস কিন্তু একদম রাইট চয়েজ।’
বাংলাদেশের দর্শক-ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমায় এতোটা ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন যে, ওপার বাংলায় থাকলেও আমার কখনও মনে হয় না বাংলাদেশ, অন্য আরেকটা দেশ। বাংলাদেশকে আমি নিজের দেশই মনে করি।’
সুযোগ পেলে বাংলাদেশের সাথে বারবার কাজ করতে চান বলেও জানান ঋতুপর্ণা।
কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনকে নিয়ে কথা উঠলে ঋতুপর্ণা জানান, ‘আমি মনে করি সুচিত্রা সেন একজন ছিলেন, আছেন এবং থাকবেন। আমি নিজেকে ধন্য মনে করছি যে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরেছি।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ২০-২১ এপ্রিল আয়োজিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’-এ দুই বাংলার ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র, ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। তারই পূর্বে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিয়ে ২৩ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে যাবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।