দক্ষিণী সিনেমা ‘বাহুবলী’, যা ভেঙেছিল ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সর্বকালের সব রেকর্ড। ‘কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা?’- প্রথম কিস্তি মুক্তির পর থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়িয়েছেন দর্শক ও ভক্তরা! এরপর মুক্তি পায় সিনেমাটির দ্বিতীয় কিস্তি। বাহুবলী কে কাটাপ্পা কেন মেরেছিলেন সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলেও, ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভক্তদের বিন্দু মাত্র উত্তেজনাও কমেনি। এবার সেই উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিলো পরিচালক রাজামৌলি।
সম্প্রতি রাজামৌলি তার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘জনগণ যখন মাহেশমতি বলে চিৎকার শুরু করে, তখন মহাবিশ্বও আটকাতে পারবে না বাহুবলীর প্রত্যাবর্তন। আসছে `বাহুবলী: ক্রাউন অফ ব্লাড।’
অর্থাৎ, ‘বাহুবলী’ ভক্তদের জন্য আসতে যাচ্ছে এই ফ্রাঞ্চাইজির নতুন পর্ব। তবে এটি হতে যাচ্ছে একটি অ্যানিমেশন সিনেমা। খবরটি সোশ্যাল মিডিয়ার পোস্টেই পরিচালক জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, ‘বাহুবলী’-র নতুন অ্যানিমেশন সিনেমাটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। খুব শীঘ্রই প্রকাশ করা হবে ‘ক্রাউন অফ ব্লাড’ সিনেমার ট্রেলার।
যদিও নতুন সিনেমায় ভক্তরা অভিনেতা প্রভাসের আওয়াজ শুনতে পাবেন কিনা এই বিষয়ে কিছু বলেননি নির্মাতা।