২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত তৃতীয় বাইফা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন উপমহাদেশে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
বাইফার এবারের আসরে প্রথমবারের মত যুক্ত হয়েছে আজীবন সম্মাননা বিভাগ। সেখানে পুরস্কৃত করার জন্য বেছে নেওয়া হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে। ২ মার্চ নিজ হাতে পুরস্কার গ্রহণ করার কথাও জানিয়েছেন এই সংগীত তারকা।
বাইফাতে পপুলার ও জুরি- দুই ভাগে মোট ৪৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। পপুলার চয়েসের জন্য চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও বিভাগে ভোট করা যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, খ্যাতনামা শিল্পী রুনা লায়লা, ১৯৬৬ সালে সিনেমায় গান গেয়ে নজর কাড়েন সকলের। এখন পর্যন্ত ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। এছাড়াও ‘শিল্পী’ সিনেমায় চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয়ও করেছেন কন্ঠশিল্পী রুনা লায়লা।