আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল সরকারি অনুদানে নির্মিত দুই সিনেমা। একটি ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’ , অন্যটি বদিউল আলম খোকনের ‘দায়মুক্তি’।
জানা গেছে, দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বলি’ এবং ২০টি সিনেমাহলে ‘দায়মুক্তি’।
চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও ‘উপকূলীয় মিথ’ নিয়েই নির্মিত হয়েছে ‘বলী’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, যিনি সাগরপারের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ কয়েকজন।
দেশে মুক্তির আগে সিনেমাটি বিশ্বের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, পাশাপাশি চলতি বছরে ঢাকা চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা।
অন্যদিকে বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে দায়মুক্তি। বানিয়েছেন বদিউল আলম খোকন। এতে সাইমন সাদিক ও সুম্মি রহমান জুটি হয়ে অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আবুল হায়াত ও দিলারা জামান অভিনয় করেছেন । আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’