দেখতে দেখতে শেষের পথে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বেশ অনেকদিন ধরেই চলছিলো তারকাদের ক্রিকেট। অবশেষে আজ ১৩ মে বিকেলে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।
চার দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আজ বিকেল ৪টায় ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’র ফাইনালে মাঠে নামবে শোবিজ তারকাদের দুই দল ‘স্বপ্নধরা স্পার্টানস’ ও ‘টাইটানস’। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নেতৃত্বে মাঠে নামবে স্পার্টানস, অপরদিকে টাইটানরা নামবে নির্মাতা মোস্তফা কামাল রাজের নেতৃত্বে। ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে খেলা।
৬ ওভারের পরিবর্তে এবার পুরো টি-২০ ফরম্যাটে হচ্ছে। ৫ মে সোমবার সন্ধ্যা থেকে ফ্লাডলাইটের আলোয় শুরু হয় ম্যাচগুলো। ফাইনালসহ মোট ম্যাচ সাতটি। এরই মধ্যে বাদ পড়েছে নাইট রাইডার্স ও জেভিকো কিংস।
আজ ফাইনালে ‘স্বপ্নধরা স্পার্টানস’-এর হয়ে মাঠে নামবেন গিয়াসউদ্দিন সেলিম, পিন্টু ঘোষ, শ্যামল মাওলা, দীপা খন্দকার, নাবিলা বিনতে ইসলাম, জাকিয়া সুলতানা কর্ণিয়া, আয়েশা মনিকা, তন্ময়, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাজ্জাদ খান শান প্রমুখ।
টাইটানসের হয়ে মাঠে নামবেন মোস্তফা কামাল রাজ, সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ, রাফসান সাবাব, সাইদুল রহমান পাভেল, আরফিন রুমি প্রমুখ। ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’ এই এই মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে টি-স্পোর্টস।