১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়, আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ।
নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সালমান মুক্তাদির লিখেছেন, ‘এমন কোনো ছাত্র আছেন যিনি আক্রান্ত হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি তোমাদের খেয়াল রাখব। তবে, লাখ লাখ মেসেজ বা পোস্টের মধ্যে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই আমার ফ্রেন্ডলিস্টে আপনাদের কোন মিউচুয়াল ফ্রেন্ড আছে কিনা দেখেন এবং আমাকে নক করেন।’
ইউটিউবার আরও লিখেছেন, ‘আমি দুঃখিত যে আমি এখনও আমার সর্বোচ্চ করতে পারি। আপনার যদি থাকার জন্য একটি জায়গা প্রয়োজন হয় অথবা আপনার চিকিৎসা সেবা প্রয়োজন হয়। আমি এখানে। এই মাত্র কিছু ভিডিও দেখলাম যেখানে মানুষ তাদের হলে প্রবেশ করতে পারে না.. যদি এটা যথেষ্ট না হয় তাহলে আবার ক্ষমা চেয়ে নিন। আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছে এবং আমি খুব বিব্রত। আমি সত্যিই জনপ্রিয় অথচ কাজের সময়ে থাকতে না পেরে লজ্জিত বোধ করছি।’
উল্লেখ্য, সোমবার (১৫ জুলাই) ঢাবির দোয়েল চত্বর এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের কোনো উপস্থিতি ঘটনাস্থলে ছিল না।