জমি দখলের অভিযোগে এক আইএএস অফিসারের বিরুদ্ধে মামলা করেছেন ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেতা লাকি আলী। বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন লাকি আলী। অভিযুক্তরা হলেন আইএএস অফিসার রোহিণী সিন্ধুরি, তার স্বামী সুধীর রেড্ডি এবং দেবর মধুসূদন রেড্ডি। তাদের বিরুদ্ধে কর্ণাটক লোকাযুক্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
লাকি আলী জানান, ভারতীয় সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এই কর্মকর্তা রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে অবৈধভাবে তার বেঙ্গালুরুর উপকণ্ঠে জমি দখলের চেষ্টা করছেন। একারণেই মামলাটি করা হয়েছে।
জানা গেছে, জমিটি নিয়ে দীর্ঘদিন থেকেই লাকি আলী ও আইএএস অফিসারের মধ্যে দ্বন্দ্ব চলছে। কয়েক বছর আগেও এই জমি নিয়ে গায়ক অভিযোগ করেছিলেন। সেইবার মাধ্যম হিসেবে তিনি বেঁছে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া। তিনি জানিয়েছিলেন যে, স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঐ অফিসারের পক্ষে কাজ করছেন। এই বিষয়ে ব্যবস্থা নিতে তিনি ঊর্ধ্বতনদের অনুরোধ জানিয়েছিলেন। তবে কাজ না হওয়ায়, এইবার আর সোশ্যাল মিডিয়া নয়, পুলিশের কাছে মামলা করেছেন তিনি।