পাঁচ বছর পর আবারও অ্যাভেঞ্জার্সের দুনিয়ায় হাজির হচ্ছেন হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র। তবে এবার হিরো হিসেবে নয়, তিনি আসছেন ভিলেন হিসেবে!
ডাউনিকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) কোনও ছবিতে শেষবার দেখা গিয়েছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমায়। সেই সিনেমায় তিনি ছিলেন তার চিরচেনা রূপ ‘আইরন ম্যান’ হিসেবে। দীর্ঘ ১১ বছর ধরে এই ক্যারেক্টরে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। তারপর ২০১৯ সালে এন্ডগেমে এই চরিত্রের ইতি ঘটলে এমসিইউ থেকে বিদায় নেন তিনি। তাই কেউ ভাবতেও পারেননি আবারও সুপারস্টার হয়ে এ ইউনিভার্সের অংশ হবেন অভিনেতা।
ভক্ত ও অনুরাগীদের সারপ্রাইস দিয়ে ২৭ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে আয়োজিত কমিক-কন উৎসবে ঘোষণা দেওয়া হয় ডাউনির কামব্যাকের। ঘোষণাটির আয়োজনও ছিল নাটকীয়ভাবে।
কমিক-কনের মঞ্চে তখন ছিলেন কেভিন ফেজ ও রুশো ব্রাদার্স। কেভিন বলছেন, ‘কমিকসের দুনিয়ার সবচেয়ে জটিল চরিত্র ডক্টর ডুমকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের দরকার হবে এই অভিনেতাকে।‘ বলেই পাশে সরে দাঁড়ান তিনি। আর তাদের পেছনে দেখা যায় জলপাই রঙের পোশাকে লোহার মুখোশ পরা অনেকজনকে। তাদের মধ্যে থেকে সবুজ রঙের ওভারকোট ও ডক্টর ডুমের মুখোশ পরে বেরিয়ে আসেন একজন। তার মুখোশ খুলতেই দেখা যায়, তিনি আর কেউ নন- রবার্ট ডাউনি জুনিয়র। এরপর মুখোশ হাতে নিয়ে ডাউনি বলেন, ‘নিউ মাস্ক, সেম টাস্ক’।
অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন দুইটি সিনেমায় দেখা যাবে ডাউনিকে। একটি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এই ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের মে মাসে। আর অন্যটি ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’, যা মুক্তি পাবে ২০২৭ সালের মে মাসে। ৫৯ বছর বয়সী ডাউনিকে এ দুই সিনেমায় দেখা যাবে গল্পের প্রধান ভিলেন ডক্টর ডুম চরিত্রে।