বাংলা সিনেমায় বিরহের অপর নাম নায়ক বাপ্পারাজ। মাঝেমধ্যেই তার নানান বিরহের দৃশ্যগুলো সোশ্যালমিডিয়ায় ভাইরাল হলে আলোচনায় চলে আসেন এই তারকা। তবে এবার বিরহের বাহিরে ‘রক্ত ঋণ’ নামে একটি সিরিজে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি তার অভিনীত ‘প্রেমের সমাধী’ সিনেমার নায়িকা ‘হেনার’ র একটি দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সিনেমায় দেখা যায় নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।
এরপর তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’
বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।
চারদিকে যখন ‘হেনার’ র সেই দৃশ্য ভাইরাল তখনই নতুন চমক নিয়ে হাজির হলেন নায়ক বাপ্পারাজ। রবিবার সকালে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করলেন।
সেই ভিডিওর শুরুতেই নায়ক বাপ্পারাজকে দেখা গেছে একটি থানায় যেখানে তিনি পা তুলে বসে রয়েছেন। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি। এরপরই বাপ্পারাজ একজনের উদ্দেশ্যে বললেন, বন্ধ করো।
গান বন্ধের সঙ্গে সঙ্গে বলে ওঠলেন, ‘অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক’।
দেড় মিনিটের ট্রেলারে বাপ্পারাজকে দেখা গেছে অফিসার ইনচার্জ (ওসি) সায়েম জব্বার চরিত্রে। ‘রক্ত ঋণ’ নামে একটি সিরিজের অভিনয় করেছেন তিনি, এটি তারই ট্রেলার।
সিরিজটি নির্মাণ করেছেন মোস্তফা খান শিহান। সিরিজটির গল্প লিখেছেন মিড নাইট স্টুডিও টিম। ঢাকায় সম্প্রতি শুটিং শুরু হয়েছে। তবে কোথায় প্রচারিত হবে ওয়েব সিরিজটি, সেটা এখনো চূড়ান্ত নয়। এতে বাপ্পারাজ ছাড়া আরো অভিনয় করেছেন শাহেদ আলী, নাদিয়া হক, খালিদ হাসান রুমি প্রমুখ। শিগগিরই এটি মুক্তি পাবে বলে আশাবাদী বাপ্পারাজ।