২৬ ফেব্রুয়ারী অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়াকে তাদের নিউ মেক্সিকোর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিন হ্যাকম্যান ও বেটসি আরাকাওয়ার পাশাপাশি তাদের পোষা কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেন্ডোজা জানিয়েছেন, বুধবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি। এখনও তাদের মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি।
জিন হ্যাকম্যান তার ক্যারিয়ারে একের পর এক ব্যর্থতায় নিজের শেষ দেখতে পান। তবে নিজেকে দমিয়ে রাখেননি তিনি। প্রচন্ড পরিশ্রম করে সাফল্যের দেখা পান তিনি। ১৯৭১ সালের ক্রাইম থ্রিলার ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’-এ নিউ ইয়র্কের কঠোর ও রুক্ষ পুলিশ অফিসার জিমি ‘পোপাই’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত তিনি। এই চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি সেরা অভিনেতার অস্কার জয় করেন। তার স্ত্রী বেটসি আরাকাওয়া ছিলেন একজন ৬৩ বছর বয়সী ক্লাসিক্যাল পিয়ানোবাদক। ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন জিন হ্যাকম্যান। ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ এবং ‘আনফরগিভেন’ সিনেমার জন্য বিশেষ স্থান অধিকার করে আছেন।