১৭ ডিসেম্বর অস্কার জয়ের দৌড় থেকে ছিটকে পড়েছে কিরণ রাও ও আমির খানের সিনেমা ‘লাপাতা লেডিস’।
অস্কারের সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় নির্বাচনের জন্য বেঁছে নেওয়া ১৫টি ছবির মধ্যে নেই ভারতের গাঁয়ের বধূদের গল্প ‘লাপাত্তা লেডিজ’। গত মাসেও কিরণ রাও ও আমির খান এই ছবির প্রচার করেন আমেরিকায়। তবে শেষরক্ষা হল না। মোট ২৯টি ছবির তালিকা পাঠানো হয়েছিল অস্কার মনোনয়নের জন্য। তার মধ্যে কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিস’ সিনেমাটি।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন একগুচ্ছ নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রত্না। এছাড়া ছবিতে বিশেষ ভূমিকা পালন করেছেন ভোজপুরী অভিনেতা রবি কিষাণ, ছায়া কদম।
উল্লেখ্য, গেল বছর অর্থাৎ ২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। ৫ কোটি বাজেটের সিনেমাটি আয় করেছিল প্রায় ২৫ কোটি রুপি। প্রথমে ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। সেইসময় দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পায়। তারপর আরও বেশি জনপ্রিয়তা পায় ‘লাপাতা লেডিস’।