৩ নভেম্বর মুক্তি পাচ্ছে অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’।
তার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলেই। এই সূত্রে প্রচারণার এক ভিন্নধর্মী পন্থা নিয়েছেন সিনেমার কলাকুশলীরা। দশমীর সকালে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলার মধ্য দিয়ে ‘অসম্ভব’ সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য আহ্ববান জানান তারা।
ছবিতে পাঁচটি চরিত্রে দেখা যাবে জিনাত শানু স্বাগতাকে। ‘অসম্ভব’ এ স্বাগতার পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ, শতাব্দী ওয়াদুদ, অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকেই। পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেছেন অরুণা বিশ্বাস।
সিনেমা নিয়ে অরুণা বিশ্বাস বলেন, “আমি চেষ্টা করেছি যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের নিয়ে একটা গল্প বলতে, যা অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আরও ভালো লাগছে এজন্য যে এমন একটি বিষয় সিনেমার জন্য বেছে নিতে পেরেছি বলে।”
তিনি আরও বলেন, “এই ছবির গল্প কোনো তামিল, বলিউড, হলিউডের সিনেমার গল্প নয়। শুধু আমাদের দেশের গল্প। নাচে, গানে, আমাদের সংস্কৃতির ছোঁয়ায় নির্মিত হয়েছে এই ছবি। এটা একটা প্রেমের ছবি, বন্ধুত্বের ছবি, ভালোবাসার ছবি।”
ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা অরুণা বিশ্বাস। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন। এই সিনেমাটিতেই তাকে দেখা যাবে বিরতির পর।