রাষ্ট্র সংস্কারের কাজ চলছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাংলাদেশে। এমতাবস্থায় সাংস্কৃতিক অঙ্গনেও আমূল সংস্কারের প্রয়োজন বলে মনে করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
চলচ্চিত্রাঙ্গনে সরকারি বিনিয়োগের কোনো বিকল্প নেই জানিয়ে ইলিয়াস জানান, ‘চলচ্চিত্রাঙ্গনে সরকারি বিনিয়োগ সবচেয়ে জরুরি। অর্থ ছাড়া এখানে কোনো সংস্কারই সম্ভব হবে না। বর্তমানে চলচ্চিত্র যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে উত্তরণের জন্য যথাযথ পৃষ্ঠপোষকতা দরকার।’
অভিনেতা যোগ করেন, ‘প্রতিবছর যেভাবে অনুদান দেওয়া হয়, এভাবে না দিয়ে একটা বড় অঙ্কের টাকা সরকার এখানে বিনিয়োগ করবে। সরকার ও ইন্ডাস্ট্রি দুই পক্ষের সমন্বয়ে এই বিনিয়োগ তত্ত্বাবধানে একটা কমিটি থাকবে। ওই অর্থ দিয়ে বছরে ৪০-৫০টি সিনেমা যেন বানানো যায়।’
এছাড়াও যোগ্যতার মূল্যায়ন করা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যখন যে দল ক্ষমতায় থাকে, চলচ্চিত্র সেন্সর বোর্ডে তাদের প্রভাব থাকে। যোগ্যতার মূল্যায়নে এখানে কাউকে নেওয়া হয় না। বহু আগে থেকেই এটা দেখে আসছি আমি। আগে তো চলচ্চিত্রের অবস্থা ভালো ছিল। সেই ভালো সময়ে এই সেন্সর বোর্ডের লোকেরা আমার কাছ থেকেও টাকা নিয়েছেন। দুর্নীতি সব জায়গায় আছে। এই দুর্নীতি বন্ধ করতে হবে।’
নষ্ট হয়ে যাওয়া জায়গাগুলো ঠিক করলেই চলচ্চিত্রের উন্নয়ন হবে বলে মনে করেন ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত ইলিয়াস কাঞ্চন।