বড় পর্দায় অনুপম খেরের রবীন্দ্রনাথের ভূমিকা পালন নিয়ে অসন্তুোষ প্রকাশ করলেন স্বস্তিকা মুখার্জি।
নিজের অনুভূতি প্রকাশ করে এক টুইটের মাধ্যমে অভিনেত্রী জানান, রবীন্দ্রনাথ ঠাকুরকে একা ছেড়ে দেওয়া উচিৎ। তার চরিত্রে কারোই অভিনয় করা উচিৎ নয়।
কারো নাম উল্লেখ না করলেও অনুপমের উদ্দেশ্যেই যে অভিনেত্রী টুইটটি করেছেন তা বোঝার আর অপেক্ষা রাখে না।
নিজের ক্যারিয়ারের ৫৮তম চলচ্চিত্রে রবীন্দ্রনাথ হয়ে বড় পর্দায় ধরা দিতে যাচ্ছেন অনুপম খের। ৮ জুলাই অভিনেতা ছবিতে নিজের লুক শেয়ার করে চরিত্রটিতে অভিনয় করতে পারার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলা চলচ্চিত্রের আলোচিত মুখ স্বস্তিকা মুখার্জি হিন্দি সিনেমাতেও নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে সফল হয়েছেন। অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘কলা’ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।