ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়ালের অকাল মৃ’ত্যুতে অনির্দিষ্ট কালের জন্য নিজেদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ‘অড সিগনেচার’।
খুব সম্প্রতি ‘অড সিগনেচার’ নতুন অ্যালবাম প্রকাশ করার কথা থাকলেও। ব্যান্ডের অন্যতম সদস্য পিয়ালের চলে যাওয়ায় রবিবার (১২ মে) সকালে ব্যান্ডের অফিশিয়াল পেজ থেকে একটি স্ট্যাটাসে জানিয়েছে, ‘অড সিগনেচারের সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষিত হলো।’
আপাতত নতুন কোনো শো-তে গাইবে না ‘অড সিগনেচার’। পিয়ালকে হারানোর শোক সামলিয়ে ব্যান্ডটি কবে ফিরবে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি এখনও।
উল্লেখ্য, ২০১৭ সালে আত্মপ্রকাশ করেছিল ‘অড সিগনেচার’। ‘আমার দেহখান’ গান দিয়ে আলোচনায় শীর্ষে উঠে এসেছিলো ব্যান্ডটি বিশেষ করে গিটারিস্ট আহাসান তানভীর পিয়াল। তবে চলতি বছরের ১১ মে সিলেট যাওয়ার পথে সড়ক দু’র্ঘটনায় অকালেই মা’রা যান পিয়াল।