বিনোদনের রং হলো পাঁচমিশালি। এই উষ্ণতার লাল, আবার বেদনার নীল আবার চির তারুণ্যের সবুজ। সব রং নিয়ে, খবর সাজিয়ে এলো চিত্রালী। ঐতিহ্যবাহী চিত্রালীকে স্মরন ও শ্রদ্ধা করেই যেন নতুন মোড়কে এলো এই চিত্রালী। চিত্রালীর উদ্দেশ্য, বিনোদন জগতের খুঁটিনাটি বিষয়কে তুলে ধরা। ভিন্ন ভিন্ন মোড়কে, দৃষ্টিভঙ্গীতে খবর পরিবেশন করা এবং বিনোদিত করা।
Weekly Roundup with Chitralee Episode-2
বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩