ট্রাম্পের ভেনেজুয়েলা কান্ড
গতকাল শনিবার ভোরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সন্ত্রাসী কায়দায় কারাকাস থেকে তুলে আনে যুক্তরাষ্ট্র। এই মুহুর্তে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আটক হয়ে আছেন। এ ঘটনায় বেশ কিছু এলাকায় বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর ট্রাম্পের এই ভেনেজুয়েলা কান্ডে পুরস্কার নিতে পারেননি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
গতকাল শনিবার রাতে ক্যালিফোর্নিয়ায় পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। সেখানে থাকতে পারেননি লিওনার্দো । কারণ এই মুহুর্তে বেশ কিছু এলাকায় বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা দেওয়ায় ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েছেন তিনি।

ডিক্যাপ্রিও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অভিনয়ের জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জেতেন। সেটি গ্রহণ করার কথা ছিল গতকাল। ভ্যারাইটি বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে এলাকাভিত্তিক বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা দেয়া হয়। যার কারণে তিনি সেন্ট বার্থেলেমি থেকে বের হতে পারেননি। জানা গেছে, নতুন বছর শুরুর আগে ডিক্যাপ্রিও তার পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটিতে গিয়েছিলেন সেখানে। সাথে ওখানে জেফ বেজোস ও লরেন স্যানচেজকেও দেখা গেছে।
ট্রাম্পের ভেনেজুয়েলা কান্ডে পুরস্কার অনুষ্ঠানে নেই ডিক্যাপ্রিও, তবুও ছিলেন যেভাবে

পাম স্প্রিংস ফেস্টিভ্যালের মুখপাত্র বলেছেন, ‘সীমিত আকাশসীমা ও অপ্রত্যাশিত ভ্রমণ বাধার কারণে লিওনার্দো আজ এখানে উপস্থিত হতে পারেননি। আমরা তাকে সশরীরে উদ্যাপন করতে না পারলেও তার অসাধারণ কাজ ও চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী অবদানের জন্য তাকে সম্মান জানাতে পারাটা আমাদের জন্যও সম্মানের বিষয়।’
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে ডিক্যাপ্রিও সাবেক এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় দেখা যায় এই বিপ্লবী তার কন্যাকে উদ্ধার করতে আবার পুরোনো সংগ্রামের জীবনে ফিরে যেতে হয়।

এদিকে অন্য এক পুরস্কার অনুষ্ঠানে পুরস্কার জিতেছে ডিক্যাপ্রির ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস পুরস্কারে সেরা ছবি হয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। গত শনিবার রাতে এ অনুষ্ঠানে চারটি পুরস্কার জিতেছে সিনেমাটি। আর সিনেমাটির নির্মাতা পল টমাস অ্যান্ডারসন জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার।