Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেন মার্ক রাফালো

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া বক্তব্য
রাফালো- ট্রাম্প-মাদুরো কোলাজ ছবি

মার্ক রাফালোর কড়া বক্তব্য

বাংলাদেশ সময় সোমবার ভোরে ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটনে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড হাল্কখ্যাত অভিনেতা মার্ক রাফালো। ওই রেড কার্পেটে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেন মার্ক রাফালো।

গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে মার্ক রাফালো তার সাদা কোর্টের উপরে ‘বি গুড’ লেখা একটিপিন পরিধান করে এসেছিলেন। এটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি ব্যাখ্যা করে বলেন, যে তিনি রেনি নিকোল গুডকে সম্মান জানাতে এটি পরেছিলেন। যিনি গত সপ্তাহে একজন আইসিই এজেন্টের গুলিতে নিহত হয়েছিলেন। “এটি রেনি নিকোল গুডের জন্য, যাকে হত্যা করা হয়েছিল,” রাফালো সাংবাদিকদের বলেন।

বুকের উপরে Be Good লেখা পিন পরিধান করেছেন মার্ক রাফালো | ছবি : গেটি ইমেজ

রাফালো মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়েও তার ক্ষোভের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেন। এ নিয়ে তিনি বলেন, “আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট আছেন যিনি কী ঘটছে তা নিয়ে মিথ্যা বলছেন। আমরা ভেনেজুয়েলাকে অবৈধভাবে আক্রমণ করে এখন একটা যুদ্ধের মাঝখানে আছি।“

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া বক্তব্যে যা বললেন

রাফালো ট্রাম্প সম্পর্কেও কথা বলেন। “তিনি (ডোনাল্ড ট্রাম্প) বিশ্বকে বলছেন যে আন্তর্জাতিক আইন তার কাছে কোনো গুরুত্বই রাখে না। তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো তার নিজের নৈতিকতা। কিন্তু লোকটা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী; একজন দণ্ডপ্রাপ্ত ধর্ষক। সে একজন শিশু যৌননির্যাতনকারী। সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের নেতৃত্বের ক্ষেত্রে আমরা এই লোকটার নৈতিকতার ওপর নির্ভর করি, তাহলে আমরা সবাই ভয়াবহ বিপদের মধ্যে পড়ব।“

রাফালো বলেন এখানে ওয়ান্ডা স্কাইস সহ আরও বেশ কয়েকজন উপস্থিত ব্যক্তি যে পিনটি পরেছেন তা ‘ভালোর জন্য’ এবং “আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানুষগুলো আতঙ্কিত এবং ভীত” তাদের জন্য এটি উৎসর্গ করা হয়েছে।‘

 “আমি জানি আমি তাদের একজন,” রাফালো বলেন। “আমি এই দেশকে ভালোবাসি। এবং আমি এখানে যা ঘটতে দেখছি তা আমেরিকা নয়।”

এছাড়াও গোল্ডেন গ্লোবে যোগ দেয়া নিয়ে তিনি বলেন “আমি এখানে উদযাপন করতে চাই এবং আমি এখানে উদযাপন করতেই এসেছি এবং গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়ে আমি গর্বিত, কিন্তু পরিস্থিতি আর স্বাভাবিক নয়। তাই আমি জানি না আমি কীভাবে চুপ থাকতে পারি।”

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইয়ামি গৌতমের প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট

ইয়ামি গৌতমের প্রশংসায় আলিয়া গত ৭ নভেম্বরে সিনেমা হলে মুক্তি পায় সিনেমা ‘হক’। সিনেমা হলে ধুরন্ধরের তোপের মুখে…
ইয়ামি গৌতমের প্রশংসায় পঞ্চমুখ

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ কে কোন পুরস্কার জিতলো

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬ বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন…
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে
0
Share