‘টক্সিক’এর টিজার
আজ ৮ জানুয়ারি অভিনেতা যশের জন্মদিন। জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে এসেছে যশের নতুন সিনেমা ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর বিশেষ চরিত্র পরিচিতি টিজার ভিডিও। এতে যশকে দেখা গেছে ‘রায়া’ নামের এক রহস্যময় ও ভয়ংকর চরিত্রে, যা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। জন্মদিনে ‘টক্সিক’-এর টিজারে বাজিমাত করলেন যশ ।
এর আগে ধাপে ধাপে সিনেমাটির নারী চরিত্রগুলোর পরিচয় প্রকাশ করেন নির্মাতারা। কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়ার চরিত্র উন্মোচনের মাধ্যমে গল্পনির্ভর এই সিনেমার ভিত্তি গড়ে তোলা হয়। এরপরই সামনে আনা হলো ছবিটির কেন্দ্রীয় চরিত্র রায়াকে।

‘টক্সিক’এর টিজারে যা আছে
চরিত্র পরিচিতির এই টিজার ভিডিওতে দেখা যায় একটি কবরস্থানের নিস্তব্ধ পরিবেশে অস্ত্রসজ্জিত একদল গার্ড। হঠাৎ করেই সেখানে একটি গাড়ি আসে, গাড়িতে ঘটে যায় বিজ্ঞান এবং যৌনতার এক অদ্ভুত সমীকরণ। যাকে পিক ফিমেল ফ্যান্টাসি বলেও অভিহিত করেছেন নির্মাতা নিজেই। এরপরেই বোমা ফাটে পুরো কবরস্থানে। ধোঁয়ার ভেতর থেকে হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে আবির্ভূত হন রায়া।
গত বছর যশের জন্মদিনে প্রকাশিত ঝলকের তুলনায় এবারকার ভিডিওতে অ্যাকশন ও কাহিনির জগৎ আরও বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে, যা সিনেমাটির ভিজ্যুয়াল স্টাইলকে আরও পরিষ্কারভাবে তুলে ধরে।

সিনেমাটিতে যশ একাধারে অভিনয়, চিত্রনাট্য রচনা এবং প্রযোজনার দায়িত্ব পালন করছেন।
কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভিনেতা যশ ‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে সর্বভারতীয় জনপ্রিয়তা অর্জন করেন। ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ ও ‘কেজিএফ চ্যাপ্টার টু–এ রকি ভাই চরিত্রে তার অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন বক্স অফিস সাফল্য এনে দেয়। দ্বিতীয় পর্বটি এখনো ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর তালিকায় শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।
যদিও ‘কেজিএফ’ সিরিজ যশের তারকাখ্যাতি সুদৃঢ় করে, তবে এর আগেও ‘মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি’ ও ‘গুগলি’–র মতো সিনেমায় তিনি তার অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন।
‘টক্সিক’এ যারা কাজ করেছেন
‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন যশ ও নির্মাতা গীতু মোহান্দাস। কন্নড় ও ইংরেজি ভাষায় সিনেমাটি একই সঙ্গে নির্মিত হচ্ছে। এছাড়াও হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় ডাব সংস্করণ মুক্তির পরিকল্পনা রয়েছে।
সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক রাজীব রবি। সংগীত পরিচালনা করেছেন রবি বাসরুর। সম্পাদনায় রয়েছেন উজ্জ্বল কুলকার্নি এবং শিল্প নির্দেশনার দায়িত্বে আছেন টি পি আবিদ। অ্যাকশন দৃশ্য নির্মাণে যুক্ত হয়েছেন হলিউডের খ্যাতনামা অ্যাকশন পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ সিরিজে কাজ করেছেন। তার সঙ্গে রয়েছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাকশন পরিচালক অ্যানবারিভ ও কেচা খামফাকদী।