অনারারি অস্কার পেলেন টম ক্রুজ
অবশেষে অ্যাকাডেমির সম্মানসূচক (অনারারি) অস্কার পেয়েছেন হলিউড তারকা টম ক্রুজ । রোববার (১৬ নভেম্বর) গভার্নর্স অ্যাওয়ার্ডসে এই পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন এই অভিনেতা। তার হাতে পুরস্কারটি তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। তিনি বর্তমানে টম ক্রুজকে নিয়ে একটি নতুন ছবি পরিচালনা করছেন, যা ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। খবর ভ্যারাইটি।
পুরস্কার হাতে নিয়ে ক্রুজ চলচ্চিত্র নির্মাণে যুক্ত মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি তুলে ধরেন বিশ্বজুড়ে মানুষকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষেত্রে সিনেমার শক্তির কথা।
ক্রুজ বলেন, ‘সিনেমা আমাকে পৃথিবীর নানা প্রান্তে নিয়ে গেছে। এটি আমাকে বৈচিত্র্য বুঝতে ও সম্মান করতে শিখিয়েছে।
একই সঙ্গে এটি আমাদের যৌথ মানবতার দিকটিও দেখায় কতভাবে আমরা একে-অপরের মতো। আমরা যেখান থেকেই আসি না কেন, সিনেমা হলে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে আশাবাদী হই এটাই এই শিল্পের শক্তি। এ কারণে সিনেমা গুরুত্বপূর্ণ, আর এ কারণেই এটি আমার কাছে এত মূল্যবান।’
অস্কার পেয়ে আরো যা বললেন টম ক্রুজ
টম ক্রুজ বলেন, আমি আসলে সিনেমা বানাই না, সিনেমাই আমার পরিচয়”। তিনি আরো বলেন, “সিনেমার প্রতি আমার ভালোবাসা খুব অল্প বয়সেই শুরু হয়েছিল, যতটা আমি মনে করতে পারি। আমি তখন কোন এক অন্ধকার থিয়েটারে ছোট্ট মানুষটি ছিলাম, এবং আমার মনে আছে ঘর জুড়ে আলোর রশ্মি ছড়িয়ে পড়েছিল, এবং আমার মনে আছে উপরের দিকে তাকিয়েছি মনে হয়েছে পর্দায় বিস্ফোরিত হয়েছে আলো। হঠাৎ, পৃথিবীটি আমার পরিচিত পৃথিবী থেকে অনেক বড় হয়ে গেল। এবং সমগ্র সংস্কৃতি, জীবন এবং ভূদৃশ্য আমার সামনে উন্মোচিত হয়ে গেল, এবং একটা স্ফুলিঙ্গ তৈরি করল।
তিনি আরো বলেন, “এক অ্যাডভেঞ্চারের ক্ষুধা, জ্ঞানের ক্ষুধা, মানবতা বুঝতে পারার ক্ষুধা, চরিত্র তৈরি করার, গল্প বলার, পৃথিবী দেখার ক্ষুধা জাগিয়ে তুলল। এটি আমার চোখ খুলে দিল। এটি আমার কল্পনাশক্তিকে এই সম্ভাবনার দিকে উন্মোচিত করল যে জীবন আমার নিজের জীবনে যে সীমানাগুলি ছিলো তার বাইরেও অনেক দূরে প্রসারিত হতে পারে। এবং সেই আলোর রশ্মি পৃথিবীকে উন্মুক্ত করার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল, এবং তখন থেকেই আমি এটি অনুসরণ করে আসছি।”
ক্রুজ অতীতে চারটি অস্কারের জন্য মনোনীত হয়েছেন। “বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই” এবং “জেরি ম্যাগুয়ার” এর জন্য সেরা অভিনেতা, “ম্যাগনোলিয়া” এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং “টপ গান: ম্যাভেরিক” ছবির প্রযোজক হিসেবে বেস্ট পিকচার অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন।