টিমোথি শ্যালামে
একের পর পুরস্কার জিতে নিচ্ছেন অভিনেতা টিমোথি হাল শ্যালামে। এই বছরটা যেন তাকে কেন্দ্র করেই ঘুরছে। নামজাদা সব অভিনেতাকে হারিয়ে দিচ্ছেন একের পর এক ফিল্ম ফেস্টিভ্যালে। লিওনার্দো ডি ক্যাপ্রিও’র মতো অভিনেতাও হার মানছেন তার কাছে। টিমোথি শ্যালামে- সবকিছু জিতে নেয়া কে এই অভিনেতা, কোথা থেকে আসলেন, চলুন জেনে নেয়া যাক।
১৯৯৫ সালের ২৭ ডিসেম্বর, নিউইয়র্কে জন্ম নেন ৩০ বছর বয়সী এই অভিনেতা। শ্যালামে মূলত ম্যানহাটন প্লাজায় বেড়ে ওঠেন, হেলস কিচেন নামের একটি ফেডারেল ভর্তুকিপ্রাপ্ত আবাসন কমপ্লেক্সে, যা শিল্পী, অভিনয়শিল্পী এবং সৃজনশীল মানুষদের আবাসের জন্য পরিচিত। এই পরিবেশ শিল্পকলার প্রতি তার প্রাথমিক আগ্রহ তৈরিতে বড় ভূমিকা পালন করে।

তার মা, নিকোল ফ্লেন্ডার, একজন প্রাক্তন ব্রডওয়ে নৃত্যশিল্পী এবং রিয়েল এস্টেট ব্রোকার, অন্যদিকে তার বাবা, মার্ক শ্যালামে, একজন ফরাসি সম্পাদক এবং সাংবাদিক। তার বাবার অতীতের কারণে, টিমোথির ফ্রান্সের সাথে দৃঢ় সম্পর্ক যেমন রয়েছে এবং সেই সুবাদে তিনি দ্বৈত আমেরিকান-ফরাসি নাগরিকত্বধারী। শ্যালামে তার বাবার কারণে ফ্রেঞ্চ ভাষায়ও পারদর্শী।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার অগাধ আগ্রহ। চালামেট উইলিয়াম টি. শেরম্যান স্কুল এবং পরে ফিওরেলো এইচ. লাগার্ডিয়া হাই স্কুল অফ মিউজিক অ্যান্ড আর্ট অ্যান্ড পারফর্মিং আর্টস-এ পড়াশোনা করেন, যা “লাগার্ডিয়া” নামে পরিচিত। সেখানে তিনি নাটক অধ্যয়ন করেন এবং স্কুলের বেশ কিছু প্রযোজনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিনয়ে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করার আগে, টিমোথি কিছু সময়ের জন্য কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক নৃবিজ্ঞানে (কালচারাল এন্থ্রোপলজি) মেজর হিসেবে পড়াশোনা করেন, কিন্তু অল্প বয়স থেকেই, তিনি বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ছোটখাটো টিভি চরিত্রে অভিনয় করেছিলেন- যা তার অভিনয় ক্যারিয়ারের ভীত গড়ে দেয়।
টিমোথি শ্যালামে- অভিনয়ের শুরু
যেমন ২০০৯-এ ‘ল এন্ড অর্ডার’, ২০১১ তে ‘রয়্যাল পেইন, হয়ে আসেন আলোচিত টিভি সিরিজ ‘হোমল্যান্ড’ এ। শ্যালামে ক্রিস্টোফার নোলানের ‘ইনস্টারস্টেলার’-এ ছিলেন। তার ক্যারিয়ারের আলোচিত ঘটনা ঘটে ২০১৭ তে। নির্মাতা লুকা গুদানিনোর পরিচালিত সিনেমা ‘কল মি বাই ইউর নেম’ দিয়ে দুনিয়ার কাছে পরিচিত হয়ে উঠেন শ্যালামে। সিনেমাটির জন্য অস্কার, বাফটায় সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন তিনি। এরপর গ্রেটা গারউগের ‘লেডি বার্ড’, ‘লিটল ওমেন’ দিয়ে আবার আলোচনায় আসেন শ্যালামে। ২০১৮ সালে ফিলিক্স ভ্যান গ্রেনেনজেনের ‘বিউটিফুল বয়’-এও মার্কিন লেখক নিক শেফের চরিত্রে অভিনয় করেন তিনি।

এরপর ‘ডিউন’ দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন শ্যালামে। সিনেমাটির সিকুয়েল ‘ডিউন ২’ মুক্তির পরও রমরমা ব্যবসা করেছে। এর আগে গত ডিসেম্বরে মুক্তি পাওয়া মিউজিক্যাল সিনেমা ‘ওয়াঙ্কা’ও দারুণ ব্যবসা করেছে।
বব ডিলান চরিত্রে টিমোথি শ্যালামে
টিমোথি শ্যালামের ক্যারিয়ারের আরেকটি চমকপ্রদ কাজ ‘আ কমপ্লিট আননোন’। সিনেমায় তিনি কিংবদন্তী শিল্পী ও কবি বব ডিলানের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি তৈরি হয়েছে এলিজাহ ওয়াল্ডের বই ‘ডিলান গোজ ইলেকট্রিক’! অবলম্বনে। এই বইয়ে দেখানো হয় বব ডিলান ফোক গান থেকে কিভাবে ইলেকট্রিক গিটারে যাত্রা করেন। তার সাথে লোকসংগীতের আরেক কিংবদন্তী পিট সিগার ও জোয়ান বায়েজের সাথে তার সম্পর্ক। আর সেই সিনেমাতেই দুর্দান্ত অভিনয় করেছেন টিমোথি। সিনেমাটি পরিচালনা করেছেন জেমস ম্যানগোল্ড।

২০২০ সালের জানুয়ারিতে সিনেমাটির ঘোষণা দেন ম্যানগোল্ড। শ্যালামে যে বব ডিলানের চরিত্রে অভিনয় করছেন, এ কথা কিছুদিন পরই জানা যায়। গিটার ও হারমোনিকা শিখতে শুরু করেন শ্যালামে। কোভিডের সময় বেশ কয়েকবার ববের পুরোনো বাড়ি দেখে যান শ্যালামে। সিনেমার জন্য প্রায় দুই বছরের প্রস্তুতি নেন অভিনেতা। ২০২৩ সালের আগস্টে শুরু হয় শুটিং। শেষ হয় ২০২৪ সালের জুনে। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আ কমপ্লিট আননোন’।
বব ডিলানের জীবন নিয়ে সিনেমা, সেখানে গান থাকবে না, তা কি হয়। ‘আ কমপ্লিট আননোন’-এ ২৩টি সাউন্ডট্রাক আছে। ছবিতে বব ডিলানের সব কটি গান নিজেই গেয়েছেন শ্যালামে।
মুক্তির পর সমালোচকদের প্রশংসা পেয়েছে ‘আ কমপ্লিট আননোন’। বিশেষ করে বব ডিলান চরিত্রে শ্যালামের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকেরা। এ সিনেমার জন্য গত বছর প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী হিসেবে স্যাগ পুরস্কার জিতেছেন শ্যালামে। পুরস্কার গ্রহণ করে তরুণ এই অভিনয়শিল্পী জানান, সেরাদের একজন হতে চান তিনি। ড্যানিয়েল ডে-লুইস, মার্লোন ব্র্যান্ডোকে নিজের প্রেরণা হিসেবে উল্লেখ করেন শ্যালামে।
‘মার্টি সুপ্রিম’ দিয়ে কি সবকিছু জিতে নিবেন টিমোথি ?

২০২৫ এর একদম শেষ ও ২৬ সালের শুরুটা সম্পুর্ণ টিমোথি শ্যালামের। জশ সাফাদি নির্মিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমা দিয়ে বাজিমাত করেছেন টিমোথি। গত বছরের বড়দিনে মুক্তি পায় সিনেমাটি। এই ছবিটি একাই টেনেছেন শ্যালামে। ব্যাপক প্রচার করেছেন, নিজের তারকাখ্যাতি কাজে লাগিয়ে দর্শক টেনেছেন হলে। ব্যবসা তো হওয়ার পর সিনেমাটির জন্য নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোবও জিতে নিয়েছেন শ্যালামে। বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, মিউজিক্যাল অর কমেডি বিভাগে এই পুরস্কার পান শ্যালামে। আর পেছনে ফেলেছেন তারই আইডল লিওনার্দো ডি’ক্যাপ্রিওকে। ‘মার্টি সুপ্রিম’ সিনেমটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৮৪ মিলিয়ন ডলার আয় করেছে।
এর আগে চারবার গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিলেন শ্যালামে। ‘কল মি বাই ইয়োর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘ওংকা’ ও গত বছরের ‘আ কমপ্লিট আননোন’—সব কটি ছবির জন্য মনোনয়ন পেলেও কোনোবারই ট্রফি হাতে ওঠেনি।

পুরস্কার গ্রহণের সময় আবেগঘন কণ্ঠে শ্যালামে বলেন, ‘আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে কৃতজ্ঞ থাকার শিক্ষা দিয়েছেন। তিনি বলতেন, “যা আছে, তার জন্য সব সময় কৃতজ্ঞ থাকবে।” সেই শিক্ষাই আমাকে আগের পুরস্কার অনুষ্ঠানগুলোয় খালি হাতে ফিরেও মাথা উঁচু করে থাকতে শিখিয়েছে। সত্যি বলতে কি, ওই হারগুলোই আজকের এই মুহূর্তকে আরও মধুর করে তুলেছে।’
এছাড়াও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘মার্টি সুপ্রিম’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কারও জিতে নেন এই ৩০ বছর বয়সী অভিনেতা।
প্রেমেও বাজিমাত এবং অস্কার সম্ভাবনা

ব্যক্তিগত জীবনেও সফলই বলা যায় এই অভিনেতাকে। দুই বছরের বেশি সময় ধরে প্রেম করছেন কাইলি জেনারের সাথে। শুরুর দিকে নিজেদের সম্পর্ককে গোপনই রেখেছিলেন দুজনে। দুজনকে দেখা যেত নৈশক্লাব ও রেস্তোরাঁয়, কিন্তু তখনও প্রেমের কথা প্রকাশ্যে কেউই স্বীকার করেননি। গত বছরের মে মাসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে হাজির হওয়ার পর প্রেমের গুঞ্জন আরো শক্ত হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে তাদের দেখা যায় ‘মার্টি সুপ্রিম’ সিনেমার প্রিমিয়ারে। তবে চলতি বছরের শুরুতেই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন শ্যালামে। সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করে প্রেমিকাকে ধন্যবাদ জানান। এই প্রথম কাইলিকে নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন ও তাকে নিয়ে কথা বলেন।
২০২৬ সালের শুরুতে ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেতার পুরস্কার জয়ের পর মঞ্চে উঠে নিজের দীর্ঘদিনের প্রেমিকা কাইলি জেনারকে প্রকাশ্যে ধন্যবাদ জানান তিনি। ‘তোমাকে ছাড়া এটা সম্ভব হতো না’ বলেন হলিউড তারকা টিমোথি শ্যালামে। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, ‘তিন বছর ধরে আমার পাশে থাকার জন্য আমার সঙ্গীকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া এটা আমি করতে পারতাম না।’
একের পর এক বাজিমাতে অনেকেই ধারণা করছেন, আগামী অস্কারও উঠতে যাচ্ছে এই অভিনেতার হাতে।
কত টাকার মালিক টিমোথি?
টিমোথি শ্যলামের টাকা নিয়েও কথা হচ্ছে এখন। ৩০ বছর বয়সী এই তরুণ অভিনেতা কত টাকার মালিক এখন? জানা গেছে বর্তমানে প্রায় ২৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩০৬ কোটি টাকার মালিক এই অভিনেতা।
