ভেনিস চলচ্চিত্র উৎসবে কাঁদলেন ‘দ্য রক’
এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো গোটা বিশ্ব। ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আবেগ তাড়িত হয়ে কাঁদলেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। গতকাল ২ সেপ্টেম্বর ভেনিস উৎসবে তার নতুন ছবি ‘দ্য স্ম্যাশিং মেশিন’ প্রদর্শিত হয়। সিনেমার শেষে দর্শকরা দাঁড়িয়ে টানা ১৫ মিনিট করতালি দিয়ে অভিনেতাকে অভিনন্দন জানান। ওই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন দ্য রক।
ছবির গল্পটা বিখ্যাত রেসলার মার্ক কেরের জীবন নিয়ে। নব্বইয়ের দশকে দুইবারের ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়নের জীবনের উত্থান-পতন, লড়াই ঘিরেই নির্মিত হয়েছে সিনেমাটি। আর তার ভূমিকায় অভিনয় করেছেন রেসলিং জগতের এই কিংবদন্তি ডোয়াইন জনসন। এ বছরের অন্যতম দীর্ঘ অভিবাদন এটি।
অতীতে ‘দ্য মমি’, ‘ব্ল্যাক অ্যাডাম’ কিংবা ‘বেওয়াচ’-এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন বটে। কিন্তু এমন ভূয়সী প্রশংসার সাক্ষী হলেন প্রথমবার। তাই আবেগের স্রোত আটকে রাখতে পারেননি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের তথ্যমতে, গত ৮১ আসরের রেকর্ড ভেঙেছে জনসনকে দেওয়া ১৫ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন। এ যাবতকালে চলচ্চিত্র উৎসবের এটিই সবচেয়ে দীর্ঘ সময়ের করতালির রেকর্ড।
ছবিতে মার্ক কেরের প্রেমিকা ডন স্পেপলসের চরিত্রে আছেন এমিলি ব্লান্ট। অস্কারজয়ী ‘ওপেনহাইমার’-এর সুবাদে দারুণ সময় যাচ্ছে তার। এবার ‘দ্য স্ম্যাশিং মেশিন’ দিয়ে ফের নজর কাড়ছেন। স্ট্যান্ডিং ওভেশনের সময় জনসনের পাশেই ছিলেন এমিলি। এ সময় দুজনকেই জড়িয়ে ধরেন ছবির নির্মাতা বেনি সাফদি।
এটিই বেনির প্রথম চলচ্চিত্র। আর শুরুতেই যেন বাজিমাত করলেন তিনি। এক সাক্ষাৎকারে ছবিটির প্রসঙ্গে দ্য রক বলেছেন, ‘আমি এখন ক্যারিয়ারের এমন পর্যায়ে আছি, যেখানে নিজেকে ব্যতিক্রম চ্যালেঞ্জের মুখোমুখি করতে চাই। এমন ছবি করতে চাই, সমাজে যেগুলোর প্রভাব পড়বে, যেগুলো মানবিকতা ও মানুষের লড়াইয়ের গল্প থাকবে।’