দ্য বিটলস
“দ্য বিটলস-এ ফোর ফিল্ম সিনেমাটিক ইভেন্ট” সিনেমার প্রথম লুক প্রকাশ করেছে প্রযোজক সংস্থা। বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র প্রকল্পটিতে ‘ফ্যাব ফোর’-এর নামে সিনেমা নির্মিত হচ্ছে। প্রকাশিত নতুন ছবিগুলোতে পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকালকে, জন লেননের ভূমিকায় ‘ম্যান অব দ্য ইয়ার ২০২৪’ খ্যাত অভিনেতা হ্যারিস ডিকিনসন, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন এবং রিঙ্গো স্টারের ভূমিকায় ব্যারি কিওগানকে দেখা গেছে। ভ্যারাইটি অবলম্বনে।

২০২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই চারটি চলচ্চিত্রের। বৃহস্পতিবার ছবিগুলোর প্রথম ঝলক প্রকাশ করা হয় লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস–এ বিতরণ করা পোস্টকার্ডের মাধ্যমে। প্রতিষ্ঠানটি সহ–প্রতিষ্ঠা করেছিলেন পল ম্যাককার্টনি নিজেই। একই সঙ্গে বিটলস–সংক্রান্ত আরও কয়েকটি ঐতিহাসিক স্থানে এসব পোস্টকার্ড পৌঁছে দেওয়া হয়।


পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল | ছবি: সনি
লিভারপুলে জন লেননের শৈশবের বাড়িতে, হামবুর্গে দ্য বিটলস মনুমেন্ট, ক্যাভার্ন ক্লাব, কাইজারকেলার ও দ্য স্টার–ক্লাবে পোস্টকার্ড বিতরণ করা হয়। নিউইয়র্ক সিটিতে সেন্ট্রাল পার্কের স্ট্রবেরি ফিল্ড, নিউইয়র্ক ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং বিভিন্ন রেকর্ড স্টোর, ভিনটেজ পোশাকের দোকান, ক্যাফে ও বারে এসব কার্ড পাঠানো হয়। টোকিওতেও অ্যাবি রোড লাইভ, শিবুয়ার টাওয়ার রেকর্ডস, ইয়োয়োগির ব্রডওয়ে ডাইনার, তসুতায়া এবং দ্য ক্যাপিটাল হোটেল টোকিওতে পোস্টকার্ড পৌঁছে দেওয়া হয়।

পরবর্তীতে ৩০ জানুয়ারি শুক্রবার সনি পিকচার্স আনুষ্ঠানিকভাবে ছবিগুলো প্রকাশ করে।
“দ্য বিটলস-এ ফোর ফিল্ম সিনেমাটিক ইভেন্ট” এ আরো যারা আছেন
দ্য বিটলসকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রগুলোতে লিন্ডা ম্যাককার্টনির চরিত্রে অভিনয় করছেন সাওয়ার্সে রোনান, জেমস নর্টন ব্রায়ান এপস্টাইনের ভূমিকায়, মিয়া ম্যাককেনা–ব্রুস মোরিন স্টার্কির চরিত্রে, আন্না সাওয়াই ইয়োকো ওনোর ভূমিকায়, আইমি লু উড প্যাটি বয়েডের চরিত্রে, হ্যারি লয়েড জর্জ মার্টিনের ভূমিকায় এবং ডেভিড মরিসি জিম ম্যাককার্টনির চরিত্রে।
এ ছাড়া লিন স্মিথের ভূমিকায় দেখা যাবে লিয়ান বেস্টকে, নিল অ্যাসপিনালের চরিত্রে ববি স্কোফিল্ডকে, ম্যাল ইভান্সের ভূমিকায় ড্যানিয়েল হফম্যান–গিলকে, ডেরেক টেলরের চরিত্রে আর্থার ডারভিলকে এবং অ্যালেন ক্লাইনের ভূমিকায় অভিনয় করছেন অ্যাডাম প্যালি।
চারটি চলচ্চিত্রই পরিচালনা করেছেন স্যাম মেন্ডেস এবং প্রতিটি ছবি নির্মিত হয়েছে ব্যান্ডের ভিন্ন ভিন্ন সদস্যের দৃষ্টিভঙ্গি থেকে। সনি পিকচার্সের ব্যানারে আগামী ২০২৮ সালের এপ্রিল মাসে একযোগে এসব ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে এই প্রথমবারের মতো দ্য বিটলস ও তাঁদের উত্তরাধিকারীরা ব্যান্ডের সংগীত ও জীবনকাহিনির স্বত্ব কোনো পূর্ণদৈর্ঘ্য থিয়েটার মুক্তির জন্য প্রদান করেছেন।

বহু–চলচ্চিত্রের এই প্রকল্পটি ঘোষণার সময় দেওয়া এক বিবৃতিতে স্যাম মেন্ডেস বলেন, “সব সময়ের সর্বশ্রেষ্ঠ রক ব্যান্ডের গল্প বলার দায়িত্ব পাওয়া আমার জন্য বিরাট সম্মানের। একই সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার ধারণা আসলে কী—সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করতে পারার বিষয়টি আমাকে দারুণভাবে রোমাঞ্চিত করছে।”


