Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান
ছবি: সুনেরাহ-রেহান, সংগৃহীত

নেপালে ৮-১০ ডিগ্রি তাপমাত্রায় হলো শুটিং

এক স্বপ্নের শহর নেপালের মুস্তাং জেলার জমসম।  সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচুতে অবস্থান। এই শহর বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং গন্তব্য।  এবার সেই ছবির মতো সুন্দর শহরে ‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান।  মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে শেষ হয়েছে ‘ও জান’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মের শুটিং।  যা দেশের কোনো শুটিং টিমের জন্য একেবারেই ব্যতিক্রমী ও নতুন অভিজ্ঞতা।

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান
ছবি: সুনেরাহ-রেহান, সংগৃহীত

নেপাল থেকে শুটিং শেষে দেশে ফিরে অভিজ্ঞতার কথা জানালেন সুনেরাহ বিনতে কামাল। তিনি বলেন, ‘হিমালয়কন্যা নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর। তার মধ্যে জমসম শহরটি যেন আরও অদ্ভুত এক সৌন্দর্যের নাম।  প্রতিটি দৃশ্য মনে হয় কোনো শিল্পীর হাতে আঁকা।  তবে এই সৌন্দর্যের মাঝেই ছিল কঠিন বাস্তবতা।  মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেও সহজ নয়।  তবুও এমন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে।  আমার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গান নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন। মনে হবে কোনো বলিউড সিনেমার বিশাল ক্যানভাসের গান দেখছি।’

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান
ছবি: অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, সংগৃহীত

অভিনেতা ফররুখ আহেমদ রেহান বলেন, ‘নেপালের মতো জায়গায় শুটিং করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। গানটির কথার সঙ্গে দৃশ্যায়নের যে মেলবন্ধন তৈরি হয়েছে, তা সচরাচর মিউজিক ভিডিওতে দেখা যায় না। ‘ও জান’ দেখলে দর্শক-শ্রোতারা গান উপভোগের পাশাপাশি নেপালের সৌন্দর্যও অনুভব করতে পারবেন। গানটি শুটিংয়ের সময় ঠাণ্ডাজনিত তিক্ত অভিজ্ঞতাও ছিল। তবে দৃশ্যায়নের সৌন্দর্যের কাছে সেই তিক্ততা মিলিয়ে গিয়েছে। বছরের শুরুতেই দারুণ একটি কাজ দর্শকদের উপহার দিতে পারছি বলে প্রশান্তি লাগছে।’

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান
ছবি: সুনেরাহ-রেহান, সংগৃহীত

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘গানচিল শুরু থেকেই গানের ভিডিওতে নতুন ধারার চেষ্টা করছে। ‘ও জান’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। গানটির কথা যেমন হৃদয়ে প্রশান্তি দেবে, তেমনি দৃশ্যায়নও চোখে আরাম দেবে।

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান
ছবি: অভিনেত্রী সুনেরাহ, সংগৃহীত

‘ও জান’ মূলত ‘ময়না’ টিমের দ্বিতীয় প্রজেক্ট।  তবে এবার আরও বড় আয়োজনে, আরও নান্দনিক ভিজ্যুয়ালে।  আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল।  তবে সুরে এসেছে নতুনত্ব, যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন।  সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। মিউজিক্যাল ফিল্মটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান।  নির্মাণে আবারও রয়েছেন তানিম রহমান অংশু।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মা হওয়ার গুঞ্জন, রহস্যময় উত্তর বুবলীর

ফের মাতৃত্বের আলোচনায় অভিনেত্রী বুবলী ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও আলোচনার…
মা হওয়ার গুঞ্জন, রহস্যময় উত্তর বুবলীর

অমিত হাসানের সঙ্গে কোথায় নাচলেন শাবনূর?

চিত্রনায়িকা শাবনূর দেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। গত বছরের এপ্রিলে সিডনি থেকে ঢাকায় এসেছিলেন…
শাবনূর অমিত হাসানের সঙ্গে

টিমোথি শ্যালামে- সবকিছু জিতে নেয়া কে এই অভিনেতা

টিমোথি শ্যালামে একের পর পুরস্কার জিতে নিচ্ছেন অভিনেতা টিমোথি হাল শ্যালামে। এই বছরটা যেন তাকে কেন্দ্র করেই ঘুরছে।…
টিমোথি শ্যালামে- সবকিছু জিতে নেয়া অভিনেতা

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নতুন করে সাজানো হয়েছে

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড…
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড
0
Share