মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ
দেশের একসময়ের তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বেশ কয়েকবছর ধরেই শোবিজ থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। তবে গত বছর থেকেই আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন। এরইমধ্যে বেশ কিছু একক নাটকের পাশাপাশি ধারাবাহিকের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। বর্তমানে তার অভিনীত একাধিক ধারাবাহিক প্রচার হচ্ছে টেলিভিশনে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী আনিকা কবীর শখ ।

শোবিজে ফেরার পর ‘রূপনগর’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন শখ। এটি পরিচালনা করছেন কায়সার আহমেদ। ধারাবাহিকটি দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে। এখানে শখ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, আখম হাসান, দিলারা জামানসহ অনেকেই।
সম্প্রতি, দেশের গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন আনিকা কবীর শখ। সেখানে উঠে এসেছে কাজ, ব্যক্তিগত পছন্দ, অপছন্দ ও আরো নানা প্রসঙ্গ। সাংবাদিকরা শখের কাছে জানতে চেয়েছেন তার বাংলালিংকের সময়কার স্মৃতি নিয়ে এবং সবার সাথে যোগাযোগ আছে কিনা। এই নিয়ে শখ জানান, বাংলালিংকের সময়টি ছিলো শখ এবং বাকি সবার স্বর্ণালী সময়। শখ বাংলালিংককেও এই নিয়ে ধন্যবাদ জানান তাদেরকে সবার কাছে তুলে ধরার সুযোগ করে দেয়ার জন্য। এবং সেসময়কার প্রায় সব সহশিল্পীর সাথেই তার ব্যক্তিগত যোগাযোগ আছে বলেও জানান তিনি।
সিনেমা দেখা হয় কিনা সাংবাদিকরা শখের কাছে জানতে চাইলে শখ জানান, তিনি সময় সুযোগ পেলেই সিনেমা দেখেন তবে হলে গিয়ে সবসময় সিনেমা দেখার সুযোগ হয়না বলেও জানান তিনি।

বড়পর্দায় অভিনেত্রী আনিকা কবীর শখ
অভিনেত্রী আনিকা কবীর শখ সামনে বড়পর্দায় ফিরবেন কিনা জানতে চাইলে তিনি জানান, দেশের সিনেমা অনেক পরিবর্তন হয়েছে। নতুন নতুন সিনেমা ডিরেক্টররা এসেছেন, সিনেমা নির্মাণ করছেন। নতুন নতুন গল্প আসছে এবং অনেক ভালো কাজ হচ্ছে ঢাকাই সিনেমায় ফলে সময় সুযোগ ও ভালো গল্প পেলে সামনে সিনেমায় অভিনয় করতে চান তিনি।
বর্তমানে কি নিয়ে কাজ করছেন জানতে চাইলে শখ জানান, ‘রূপনগর’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি, ব্ল্যাক এন্ড হোয়াইট নামে একটি নাটকে কাজ করছেন তিনি। আলোক হাসানের নির্দেশনায় ‘মায়া ফড়িং’ নামে আরো একটি কাজ সম্পন্ন করেছেন তিনি। এছাড়া আরো কয়েকটি কাজ হাতে রয়েছে তার।
এছাড়াও নাচ নিয়েও শখ তার ভাবনা জানিয়েছেন। তিনি জানান, নাচ তার প্রধান ভালো লাগার বিষয়। ছোটবেলা থেকেই তিনি নাচ নিয়ে কাজ করছেন এবং নাচই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। নাচ নিয়ে তিনি কাজ করতে চান বলেও জানান। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ কিছু নাচের ছোট ছোট ভিডিও শেয়ার করেছেন তিনি। সামনে নাচ নিয়ে বড় কর্মপরিকল্পনা আছে তার।